This could have worked if I ______ been more far-sighted.
A
had
B
have
C
might
D
would
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: This could have worked if I had been more far-sighted.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,
- এই বাক্যের প্রথম অংশে- could have + Past Perfect (worked) আছে।
- তাই If যুক্ত clause এ had + Verb এর past participle form হবে।
--------------------------
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.

0
Updated: 1 month ago
He intends to ___ in the country for two months.
Created: 2 months ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 months ago
A person who believes that laws and governments are not necessary is known as____________.
Created: 1 month ago
A
a militant
B
an anarchist
C
a terrorist
D
an extremist
প্রশ্নঃ A person who believes that laws and governments are not necessary is known as – ?
উত্তর: An anarchist
Anarchist (নৈরাজ্যবাদী) হলো এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন সমাজে কোনো সরকার, আইন বা কর্তৃপক্ষের প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তির উচিত নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করা।
-
English Meaning: A person who supports anarchism, believing that society can function without laws or government.
-
Bangla Meaning: নৈরাজ্যবাদী।
অন্যান্য সম্ভাব্য অপশন
-
Extremist (চরমপন্থী): যে ব্যক্তি চরম বা অতিরিক্ত মতবাদে বিশ্বাসী।
-
Terrorist (সন্ত্রাসী): যে ব্যক্তি ভয় ও সহিংসতা ব্যবহার করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণ করতে চায়।
-
Militant (জঙ্গি/উগ্রপন্থী): যে ব্যক্তি আক্রমণাত্মক বা সহিংস পদ্ধতিতে তার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়।
উৎসঃ Oxford Dictionary

0
Updated: 1 month ago
There are ____ dangerous drivers.
Created: 3 months ago
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 3 months ago