A
had
B
have
C
might
D
would
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: This could have worked if I had been more far-sighted.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,
- এই বাক্যের প্রথম অংশে- could have + Past Perfect (worked) আছে।
- তাই If যুক্ত clause এ had + Verb এর past participle form হবে।
--------------------------
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.

0
Updated: 1 week ago
These books _______ me.
Created: 1 month ago
A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Slow and steady ____ the race. (Fill in the gap)
Created: 1 week ago
A
win
B
wins
C
has won
D
won
শূন্যস্থানে সঠিক ক্রিয়া হলো “wins”। সম্পূর্ণ বাক্যটি হয়:
“Slow and steady wins the race.”
কারণ:
-
সমজাতীয় একাধিক noun:
-
এখানে “slow and steady” দুটি সমজাতীয় noun বা ধারণা।
-
যখন এমন সমজাতীয় noun একসাথে ব্যবহার করা হয় এবং তারা একক ধারণাকে বোঝায়, তখন সেটিকে singular ধরা হয়।
-
সেক্ষেত্রে verb-ও singular হয়।
-
-
প্রবাদ হিসেবে ব্যাবহার:
-
এটি একটি সুপরিচিত প্রবাদ। প্রবাদগুলো সাধারণত singular ফর্মে ধরা হয়।
-
তাই, শূন্যস্থানে “wins” বসানোই সঠিক।
-
উৎস:
-
Murphy’s English Grammar (প্রবাদ ও singular noun-এর ব্যবহার)
-
Cambridge Dictionary – Phrases & Idioms

0
Updated: 1 week ago
What will be the correct preposition to complete the sentence? 'I am not good _________ translation'.
Created: 1 month ago
A
in
B
about
C
with
D
at
• শূন্যস্থান পূরণের সঠিক প্রিপজিশন হলো at।
-
সম্পূর্ণ বাক্য: "I am not good at translation."
• Good at – এর অর্থ: কোনো নির্দিষ্ট কাজে দক্ষ বা পারদর্শী হওয়া।
-
যখন কারো দক্ষতা বা অদক্ষতা প্রকাশ করতে চাই, তখন সাধারণত at প্রিপজিশন ব্যবহার করা হয়।
-
যেমন: good at, bad at ইত্যাদি।
• উদাহরণস্বরূপ:
-
He is good/bad at cricket. [মানে, তিনি ভালো/খারাপ খেলোয়াড়]
-
I am not bad at tennis.
-
He is really good at chess.

0
Updated: 1 month ago