The film was directed in the director's usual ___ style.
A
confusion
B
idiosyncratic
C
personifying
D
purifying
উত্তরের বিবরণ
অপশন অনুযায়ী শব্দগুলোর অর্থ:
ক) confusion
-
ইংরেজি অর্থ: Uncertainty about what is happening, intended, or required.
-
বাংলা অর্থ: বিভ্রান্তি; গোলমাল; অজানা পরিস্থিতিতে দ্বিধা; সিদ্ধান্তহীন অবস্থা।
খ) idiosyncratic
-
ইংরেজি অর্থ: relating to idiosyncrasy; peculiar or individual.
-
বাংলা অর্থ: ব্যক্তির নিজস্ব স্বভাব বা অনন্য বৈশিষ্ট্য; স্বতন্ত্র চিন্তাভাবনা বা আচরণ।
গ) personifying
-
ইংরেজি অর্থ: represent (a quality or concept) by a figure in human form.
-
বাংলা অর্থ: মানব আকারে কোনো গুণ বা ধারণা প্রকাশ করা; ব্যক্তিত্বপূর্ণ করা।
ঘ) purifying
-
ইংরেজি অর্থ: extract something from.
-
বাংলা অর্থ: বিশুদ্ধ করা; অশুদ্ধি দূর করা।
সঠিক শব্দ নির্বাচন:
উপরের অর্থগুলো অনুযায়ী, শূন্যস্থানে “idiosyncratic” শব্দটি বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
Complete sentence: The film was directed in the director's usual idiosyncratic style.
-
বাংলা অর্থ: ছবিটি পরিচালকের নিজস্ব অনন্য এবং বৈশিষ্ট্যপূর্ণ শৈলীতে পরিচালিত হয়েছিল।
সূত্র: Oxford Learner's Dictionary

0
Updated: 1 month ago
Use the appropriate article- I saw ____ one-eyed man when I was walking on the road.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
no article is needed
"a" বা "an" ব্যবহারের নিয়ম
উদাহরণ বাক্য:
I saw a one-eyed man when I was walking on the road.
নিয়ম:
-
ইংরেজিতে ‘a’ এবং ‘an’ হল indefinite article।
-
সাধারণত, vowel (a, e, i, o, u) দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘an’, এবং consonant দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘a’ বসে।
-
কিন্তু লক্ষ্যণীয়: article নির্ধারণ হয় শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ অনুযায়ী, না যে অক্ষরটি লিখিত আছে তার ভিত্তিতে।
বিশেষ নিয়ম:
-
যদি শব্দটি “O” দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ‘ওয়া’ (wa) এর মতো হয়, তখন ‘a’ ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
a one-eyed man
-
a one-taka note
-
a one-room house
-
অর্থাৎ: মূল বিষয় হলো শব্দের ধ্বনির উপর নির্ভর করে article নির্বাচন।
অতিরিক্ত উদাহরণ:
-
The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
-
Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.

0
Updated: 1 month ago
Being fat does not necessarily kill you, but it _____ the risk that you will suffer from nasty diseases.
Created: 1 month ago
A
increases
B
emphasizes
C
encourages
D
involves
প্রদত্ত চারটি অপশন হলো –
-
ক) increases – বৃদ্ধি করা, বাড়ানো
-
খ) emphasizes – জোর দেওয়া, গুরুত্ব আরোপ করা
-
গ) encourages – উৎসাহিত করা, সাহস দেওয়া
-
ঘ) involves – অন্তর্ভুক্ত করা বা অপরিহার্য অংশ হিসেবে জড়িত থাকা
বাক্যটি হচ্ছে:
"Being fat does not necessarily kill you, but it ___ the risk that you will suffer from nasty diseases."
এখানে বাক্যের অর্থ অনুযায়ী শূন্যস্থানে এমন একটি শব্দ দরকার যা বোঝাবে যে মোটা হওয়ার ফলে “ঝুঁকি জড়িত থাকে”। সেক্ষেত্রে সঠিক শব্দ হলো involves।
পূর্ণ বাক্য ও বাংলা অর্থ:
-
Complete Sentence: Being fat does not necessarily kill you, but it involves the risk that you will suffer from nasty diseases.
-
বাংলা অর্থ: মোটা হওয়া অবশ্যই আপনাকে মেরে ফেলবে না, তবে এর ফলে নানা ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
উৎস: Collins Dictionary

0
Updated: 1 month ago
The South Pole is located in the -
Created: 2 months ago
A
Arctic
B
Antarctic
C
Antipodes
D
Occident
অ্যান্টার্কটিকা মহাদেশ
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।
উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।
উৎস: World Atlas.

0
Updated: 2 months ago