Which of the following words can be used as a verb?
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
উত্তরের বিবরণ
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
He went to the airport to _____ his friend.
Created: 1 month ago
A
lay off
B
see off
C
blow off
D
draw off
• Correct Answer: খ) see off – বিদায় জানানো
Explanation:
-
বাক্য: He went to the airport to see off his friend.
-
এখানে subject (He) বিমানবন্দর গিয়েছে তার বন্ধুকে বিদায় জানাতে।
-
See off phrasal verb মানে হলো কাউকে বিদায় জানানো বা যাত্রার সময় দেখা করা।
Other options:
-
ক) lay off: সাময়িক ছুটি বা চাকরি থেকে বরখাস্ত করা।
-
গ) blow off: বাতিল করা বা উপেক্ষা করা।
-
ঘ) draw off: টেনে সরানো বা আলাদা করা।

0
Updated: 1 month ago
The warning of the authority falls on deaf ears. Here warning does the function of -
Created: 1 month ago
A
adverb
B
adjective
C
verb
D
noun
The warning of the administration falls on deaf ears. Here warming does the function of - noun.
- বাক্যে শব্দটি মূলত verbal noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
• নিয়মানুযায়ী, প্রশ্নে উল্লিখিত বাক্যে warming এর পূর্বে the ও পরে of বসেছে, তাই এটি verbal noun হয়েছে।

0
Updated: 1 month ago
Complete the following sentence choosing the appropriate option: It's raining cats and dogs, so-
Created: 1 month ago
A
Watch out for falling animals.
B
Make sure you take an umbrella.
C
Keep your pets inside.
D
Keep the windows open.
শূন্যস্থানে সঠিক উত্তর:
Make sure you take an umbrella.
পূর্ণ বাক্য:
It's raining cats and dogs, so make sure you take an umbrella.
“It's raining cats and dogs” অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই বাইরে যাওয়ার আগে ছাতা সঙ্গে নেওয়া উচিত।
“It's raining cats and dogs” ব্যবহার করলে অর্থ:
It means – It's raining heavily.
cats and dogs (adverb হিসেবে)
English Meaning: in great quantities; very hard.
বাংলায় অর্থ: অনেক পরিমাণে, তীব্রভাবে।
উদাহরণ: rain cats and dogs দ্বারা বোঝায় – তুমুল বর্ষণ।
উদাহরণ বাক্য:
-
Last night, it was raining cats and dogs, and the streets were flooded within minutes.
– গত রাতের বৃষ্টি এত তীব্র ছিল যে কয়েক মিনিটের মধ্যে রাস্তা পানিতে ভরে গিয়েছিল। -
I forgot my umbrella, and it started to rain cats and dogs just as I left the office.
– আমি ছাতা ভুলে গিয়েছিলাম, আর অফিস থেকে বের হওয়ার ঠিক মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল।
উৎস: Merriam-Webster

0
Updated: 1 month ago