What would be the right synonym for "initiative"?
A
apathy
B
indolence
C
enterprise
D
activity
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'Initiative' শব্দের সঠিক সমার্থক (synonym) কোনটি?
উত্তর: Enterprise
ব্যাখ্যা:
-
Initiative (noun)
-
ইংরেজি অর্থ: স্বতঃস্ফূর্তভাবে কিছু করার ক্ষমতা বা নিজে থেকে পদক্ষেপ নেওয়ার দক্ষতা।
-
বাংলা অর্থ: প্রথম পদক্ষেপ।
-
প্রশ্নে উল্লেখিত অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
-
Apathy: আগ্রহ বা উদ্যমের অভাব
-
Enterprise: সাহসী উদ্যোগ বা কোনো কাজ শুরু করার চেতনা ও উদ্যোগ
-
Indolence: অলসতা; পরিশ্রম এড়িয়ে চলা
-
Activity: কর্মপরায়ণতা; সক্রিয়তা
সিদ্ধান্ত:
অর্থগত দিক থেকে Enterprise হলো 'Initiative' শব্দের সবচেয়ে কাছাকাছি সমার্থক।
সূত্র: Bangla Academy, Accessible Dictionary, Oxford Learner’s Dictionary.

0
Updated: 1 month ago
Choose a synonym of the word 'Proliferate'.
Created: 1 month ago
A
Despise
B
Recede
C
Accumulate
D
Wane
A synonym of the word 'Proliferate' হলো: গ) Accumulate
-
Proliferate (Verb)
-
English Meaning: To increase greatly in number or amount, usually quickly.
-
Bangla Meaning: কোষ, নতুন অঙ্গ ইত্যাদি দ্রুত সংখ্যাবৃদ্ধির মাধ্যমে বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
-
Synonyms:
-
Grow rapidly (দ্রুত বৃদ্ধি)
-
Burgeon (দ্রুত বিকশিত হওয়া)
-
Escalate (ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া)
-
Accumulate (সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি পাওয়া বা বাড়ানো; পুঞ্জীভূত)
-
Accelerate (গতি বৃদ্ধি করা)
Antonyms:
-
Decrease (কমা; হ্রাস করা বা পাওয়া)
-
Dwindle (হ্রাস পাওয়া)
-
Diminish (হ্রাস করা)
-
Lessen (কমে যাওয়া)
-
Recede (পিছিয়ে/সরে যাওয়া)
অন্যান্য অপশন:
-
Despise (verb) – অবজ্ঞা করা, ঘৃণা করা
-
Wane (verb, noun) – ক্রমশ হ্রাস পাওয়া; ক্রমশ দুর্বলতর হওয়া

0
Updated: 1 month ago
A synonym of 'precept' is:
Created: 3 weeks ago
A
Repine
B
Salacious
C
Commandment
D
Ambiguity
A synonym of 'precept' হলো Commandment। "Precept" হলো এমন একটি নিয়ম বা নীতি যা মানুষের আচরণ বা চিন্তার দিকনির্দেশনা দেয়। এটি সাধারণত নৈতিকতা বা সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়।
-
Precept (noun)
-
English Meaning: A rule about how to behave or what to think
-
Bangla Meaning:
-
[Uncountable noun] নৈতিক উপদেশ; নীতিবাক্য; হিতোপদেশ; অনুশাসন যেমন: Example is better than precept
-
[Uncountable noun] বিধি; আচরণবিধি; বিধান
-
-
Synonyms: Principle (নীতি), Rule (আইন), Law (আইন), Commandment (আদেশ), Doctrine (মতবাদ)
-
Antonyms: Ambiguity (দ্ব্যর্থকতা), Lawlessness (অনাচার), Unbelief (অবিশ্বাস), Equivocalness (দ্ব্যর্থহীনতা), Anarchy (নৈরাজ্য)
-
Other Forms: Discrepant (adjective) বৈষম্যমূলক
-
Example Sentences:
-
To help others and to create the basis for benefit is the main precept for Mahayana
-
He believed all the Christian precepts
-
-
-
Other options for comparison:
-
Repine (verb intransitive)
-
English Meaning: To feel discontent or unhappiness
-
Bangla Meaning: Repine (at) (আনুষ্ঠানিক) পরিতাপ করা; অতৃপ্ত হওয়া
-
-
Salacious (adjective)
-
English Meaning: (of stories, pictures, etc.) encouraging sexual desire or containing too much sexual detail
-
Bangla Meaning: (কথাবার্তা, বই, ছবি ইত্যাদি) অশ্লীল; অশালীন; অশোভন; রুচিবিগর্হিত; কুরুচিপূর্ণ; কামোত্তেজক
-
-

0
Updated: 3 weeks ago
Choose the synonym of "Ephemeral":
Created: 4 weeks ago
A
Temporary
B
Lasting
C
Encourage
D
Doomsday
সঠিক উত্তর হলো ক) Temporary।
Ephemeral
-
বাংলা অর্থ: স্বল্পজীবী, স্বল্পস্থায়ী।
-
English Meaning: lasting a very short time।
Temporary
-
বাংলা অর্থ: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।
-
English Meaning: lasting for a limited time।
অন্যান্য বিকল্পগুলো:
-
খ) Lasting — বাংলা: টেকা, স্থায়ী; English: existing or continuing a long while; enduring।
-
গ) Encourage — বাংলা: উৎসাহিত করা, সাহস দেওয়া; English: to inspire with courage, spirit, or hope; hearten।
-
ঘ) Doomsday — বাংলা: শেষ বিচারের দিন; পৃথিবীর শেষ; English: a day of final judgment।
অর্থাৎ, Ephemeral শব্দটির সমার্থক শব্দ হলো Temporary, যা স্বল্পস্থায়ী বা সাময়িক বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 4 weeks ago