A
apathy
B
indolence
C
enterprise
D
activity
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'Initiative' শব্দের সঠিক সমার্থক (synonym) কোনটি?
উত্তর: Enterprise
ব্যাখ্যা:
-
Initiative (noun)
-
ইংরেজি অর্থ: স্বতঃস্ফূর্তভাবে কিছু করার ক্ষমতা বা নিজে থেকে পদক্ষেপ নেওয়ার দক্ষতা।
-
বাংলা অর্থ: প্রথম পদক্ষেপ।
-
প্রশ্নে উল্লেখিত অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
-
Apathy: আগ্রহ বা উদ্যমের অভাব
-
Enterprise: সাহসী উদ্যোগ বা কোনো কাজ শুরু করার চেতনা ও উদ্যোগ
-
Indolence: অলসতা; পরিশ্রম এড়িয়ে চলা
-
Activity: কর্মপরায়ণতা; সক্রিয়তা
সিদ্ধান্ত:
অর্থগত দিক থেকে Enterprise হলো 'Initiative' শব্দের সবচেয়ে কাছাকাছি সমার্থক।
সূত্র: Bangla Academy, Accessible Dictionary, Oxford Learner’s Dictionary.

0
Updated: 1 week ago
The synonym of Quibble is -
Created: 1 week ago
A
Vigorous
B
Ardent
C
Protest
D
Overt
The correct answer is - গ) Protest
Protest (Noun):
-
Bangla Meaning: প্রতিবাদ; আপত্তি
Quibble (Noun):
-
English Meaning: A complaint or criticism about something that is not very important
-
Bangla Meaning: [Countable noun] যুক্তির প্রধান দিক এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কথার মারপ্যাঁচ; দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা এড়ানো
Synonyms (সমার্থক শব্দ):
-
Protest (প্রতিবাদ; আপত্তি)
-
Dodge (হঠাৎ পাশ কাটানো)
-
Avoidance (পরিহার)
-
Niggle (তুচ্ছ বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়া)
-
Circumvent (পাশ কাটিয়ে যাওয়া; বোকা বানানো)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Approval (অনুমোদন; সমর্থন)
-
Commend (প্রশংসা করা)
-
Support (আলম্ব; সমর্থন)
-
Directness (প্রত্যক্ষতা)
-
Honesty (সততা)
Other Forms:
-
Quibbler (noun): কথার মারপ্যাঁচকারী
-
Quibbling (adjective): কথার মারপ্যাঁচপূর্ণ
Example Sentences:
-
There's no point quibbling over a couple of dollars.
-
Let's not quibble over pennies.
Other Options (ভুল কারণ):
-
Vigorous (adj): বলিষ্ঠ; তেজস্বী; বলবান
-
Ardent (adj): অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী
-
Overt (adj): প্রকাশ্য; প্রত্যক্ষ
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago
The synonym of “Ubiquity” is –
Created: 20 hours ago
A
Singularity
B
Omnipresence
C
Isolation
D
Rarity
Ubiquity – Omnipresence
Ubiquity (noun):
English Meaning: The fact that something or someone seems to be everywhere.
Bangla Meaning: সর্বব্যাপিতা।
Options:
ক) Singularity – অদ্ভুত ভাব।
খ) Omnipresence – সর্বত্র বিদ্যমানতা।
গ) Isolation – বিচ্ছিন্নকরণ; পৃথককরণ; বিচ্ছিন্নতা; অন্তরণ।
ঘ) Rarity – বিরলতা।
Correct Answer: খ) Omnipresence
Source: Accessible Dictionary.

0
Updated: 20 hours ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 5 days ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 5 days ago