Who wrote the following lines : "all at once I saw/a crowd, a host of golden daffodils"?
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
উত্তরের বিবরণ
William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes
Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

0
Updated: 1 month ago
Which natural image first reminds the poet of lost childhood vision?
Created: 1 month ago
A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।

1
Updated: 1 month ago
"The Child is the father of the man" – Who quoted it?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
Lord Byron
C
Francis Bacon
D
Alfred Tennyson
"The Child is the father of the man" – এই উক্তিটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের (William Wordsworth) কবিতা “মাই হার্ট লিপস আপ” (My Heart Leaps Up) থেকে নেওয়া হয়েছে।
“মাই হার্ট লিপস আপ” / “দ্য রেইনবো”:
১৮০২ সালে প্রকাশিত এই কবিতাটি একটি ছোট গীতিকবিতা (short lyric poem)।
কবিতাটি "দ্য রেইনবো" (The Rainbow) নামেও পরিচিত।
এই সময়ের তার অনেক কবিতার মতো, "মাই হার্ট লিপস আপ" কবিতাটিও প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। বক্তা একটি সাধারণ রামধনু দেখে আনন্দের অনুভূতি বর্ণনা করেন।
কবিতাটি জীবনব্যাপী শিশুর মতো উৎসাহ এবং বিস্ময় ধরে রাখার গুরুত্বকেও প্রশংসা করে, যা ওয়ার্ডসওয়ার্থের অনেক কাজেই একটি পুনরাবৃত্ত ধারণা।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ:
তিনি ৭ এপ্রিল, ১৭৭০ সালে ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের ককারমাউথে (Cockermouth, Cumberland, England) জন্মগ্রহণ করেন।
তাকে 'প্রকৃতির কবি' (Poet of Nature) বলা হয়।
তাকে 'লেক কবি' (Lake poet) বলা হয়, কারণ তিনি উত্তর ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে (Lake District) জন্মগ্রহণ করেছিলেন।
ওয়ার্ডসওয়ার্থ উত্তর ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন, যে কারণে তাকে লেক কবি বলা হয়।
তার বিখ্যাত কবিতা:
দ্য সলিটারি রিপার (The Solitary Reaper)
টিনটার্ন অ্যাবি (Tintern Abbey)
দ্য রেইনবো (Rainbow)
দ্য ড্যাফোডিলস (The Daffodils)
দ্য এক্সকারশন (The Excursion)
মাইকেল (Michael) ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
Who is the author of the famous Romantic poem "The Solitary Reaper"?
Created: 2 months ago
A
Charles Dickens
B
William Wordsworth
C
P. B. Shelley
D
S. T. Coleridge
• The required answer is - William Wordsworth
• The Solitary Reaper:
-
A Romantic poem written by William Wordsworth, published in 1807.
-
Depicts a young peasant girl working alone in the Scottish Highlands, singing a melancholic song while harvesting grain.
-
The poem celebrates natural beauty, simplicity, and human emotion, capturing Wordsworth’s Romantic sensibilities.
-
The title in Bengali: একাকী শস্যচ্ছেদক (যে ফসল কাটে)।
• William Wordsworth:
-
Born on April 7, 1770, in Cockermouth, Cumberland, England.
-
Influenced by The French Revolution, often reflected in his early works.
-
Co-published Lyrical Ballads (1798) with Samuel Taylor Coleridge, marking the beginning of the Romantic Age in English literature.
-
Known as the Father of the Romantic Age and a member of the Lake Poets.
-
Appointed Poet Laureate in 1843.
• Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey,
-
Michael,
-
Ode: Intimations of Immortality,
-
Peter Bell,
-
The Excursion,
-
The Prelude,
-
The Recluse,
-
The Ruined Cottage,
-
The Solitary Reaper,
-
Rainbow,
-
Lucy poems.
• Titles & Recognition:
-
Poet of Nature, Poet of Childhood, Lake Poet.
Source: An ABC of English Literature by M. Mofizar Rahman, Britannica.

0
Updated: 2 months ago