A
follow on
B
fall out
C
follow
D
following
উত্তরের বিবরণ
শব্দের অর্থ বিশ্লেষণ (Options meaning):
-
ক) Follow on – অনুসরণ করা বা অনুগামী হওয়া।
-
খ) Following – সমর্থক বা ভক্তদের দল।
-
গ) Follow – অনুসরণ করা।
-
ঘ) Fall out – ঝগড়া করা বা পরিত্যাগ করা।
ব্যাখ্যা:
বাক্য পূর্ণ করার জন্য শূন্যস্থানটিতে following শব্দটি সঠিক। এখানে following শব্দের অর্থ হচ্ছে “a group of supporters or admirers” বা “সমর্থক বা ভক্তদের দল।”
সম্পূর্ণ বাক্য:
Cricket enjoys a huge following in Bangladesh.
বাংলা অর্থ:
বাংলাদেশে ক্রিকেটের অনেক সমর্থক বা দর্শক আছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
Credit tk 5000 ___ my account.
Created: 1 week ago
A
in
B
with
C
against
D
to
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 week ago
The children studied in a class room ____ windows were never opened.
Created: 1 month ago
A
that
B
which
C
where
D
whose
সম্পূর্ণ বাক্য:
The children studied in a classroom whose windows were never opened.
বাংলা অর্থ:
শিশুরা এমন একটি ক্লাসরুমে পড়াশোনা করেছিল, যার জানালা কখনোই খোলা হয়নি।
Relative Pronoun ব্যাখ্যা:
-
দুটি বাক্য একত্রিত করার জন্য relative pronoun যেমন who, which, whose, whom, that ইত্যাদি ব্যবহার করা হয়।
-
এখানে প্রথম বাক্যের অর্থ হলো: শিশুরা একটি ক্লাসরুমে পড়াশোনা করছিল।
-
দ্বিতীয় বাক্যের অর্থ হলো: জানালা কখনোই খোলা হয়নি।
-
যেহেতু জানালা ক্লাসরুমের মালিকানাধীন (possessive relationship), তাই relative pronoun হিসেবে ‘whose’ ব্যবহার করতে হবে।
-
‘whose’ নির্দেশ করে কার/কোন বস্তু বা ব্যক্তির মালিকানা বা সম্পর্ক।
-
তাই ‘whose windows’ দিয়ে বোঝানো হয় সেই ক্লাসরুম যার জানালা খোলা হয়নি।
-
এভাবে দুটি বাক্য যুক্ত হয়ে অর্থবোধক ও প্রাঞ্জল একটি বাক্য রচিত হয়।

0
Updated: 1 month ago
The Climax of a plot is what happens-
Created: 1 week ago
A
in the beginning
B
at the height
C
at the end
D
in the confrontation
ক্লাইম্যাক্স (Climax)
-
গল্প বা নাটকের ক্লাইম্যাক্স হলো সেই মুহূর্ত যখন ঘটনা সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়।
-
এটি হলো প্লটের “উচ্চ বিন্দু” বা turning point, যেখানে ঘটনার উত্তরণ শেষ হয় এবং পতনের দিকে ধাবিত হয়।
-
গল্পের rising action ক্লাইম্যাক্স পর্যন্ত উত্তেজনা বাড়ায়, আর ক্লাইম্যাক্সের পর falling action শুরু হয়।
সহজভাবে বললে:
ক্লাইম্যাক্স হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর বা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মূল ঘটনার চূড়ান্ত মোড় হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
নাটক Oedipus এ Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
-
বাক্য “He smiles, he laughs and he roars.” এ ক্লাইম্যাক্স হলো বাক্যের শেষ অংশে।
সূত্র: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago