A
আবুল হাসান
B
হুমায়ুন কবির
C
সোমেন চন্দ
D
কল্যাণ মিত্র
উত্তরের বিবরণ
সোমেন চন্দ
-
সোমেন চন্দ মূলত একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
-
জন্ম: ২৪ মে ১৯২০, বালিয়া গ্রাম, পলাশ, নরসিংদী।
-
পূর্ণ নাম: সোমেন্দ্র কুমার চন্দ।
-
তিনি ঢাকার প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন।
-
তাঁর বিখ্যাত ছোটগল্প ‘ইঁদুর’ বহু ভাষায় অনূদিত হয়েছে।
-
বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ জানিয়েছেন, ‘ইঁদুর’ গল্পটি পড়ে তিনি সাহিত্য রচনার প্রেরণা পেয়েছিলেন।
-
মৃত্যু: ৮ মার্চ ১৯৪২, ঢাকায় ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাঘাতে নিহত।
রচিত গ্রন্থসমূহ:
-
সংকেত ও অন্যান্য গল্প
-
বনস্পতি ও অন্যান্য গল্প
-
সোমেন চন্দের গল্পগুচ্ছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Created: 15 hours ago
A
জবাবদিহি
B
মিথস্ক্রিয়া
C
অধীনস্থ
D
গৌরবিত
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:
• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- একত্রিত - একত্র;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য;
- বাহ্যিক - বাহ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 15 hours ago
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?
Created: 5 days ago
A
মমতাজউদদীন আহমদ
B
আব্দুল্লাহ আল মামুন
C
সেলিম আল দীন
D
রামেন্দু মজুমদার
বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তক : 'সেলিম আল দীন'।
----------------------
সেলিম আল দীন
- তিনি ছিলেন বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- নাট্যকার সেলিম আল দীনের প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ ।
- ১৯৬৮ সালে কবি আহসান হাবিব সম্পাদিত ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকার সাহিত্য সাময়িকীতে আমেরিকার কালো মানুষদের নিয়ে তাঁর প্রথম বাংলা প্রবন্ধ 'নিগ্রো সাহিত্য' প্রকাশিত হয়।
- তাঁর প্রথম রেডিও নাটক 'বিপরীত তমসায়' ১৯৬৯ সালে এবং প্রথম টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় 'লিব্রিয়াম' (পরিবর্তিত নাম ঘুম নেই) প্রচারিত হয় ১৯৭০ সালে।
- ১৯৮৬ সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান এবং উক্ত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৮১-৮২ সালে নাট্যাচার্য সেলিম আল দীন নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে নিয়ে সারাদেশে গড়ে তোলেন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’।
- বাংলাদেশের বিচিত্র শ্রমজীবী, পেশাজীবী, বাঙালি ও বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজজীবন ও তাদের আবহমান কালের সংস্কৃতিকে তিনি তাঁর নাটকে মহাকাব্যিক ব্যাপ্তিদান করেছেন।
- ২০০৮ সালের ১৪ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• কাব্যগ্রন্থ:
- কবি ও তিমি।
• উপন্যাস:
- অমৃত উপাখ্যান।
• নাটক:
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- বাসন,
- তিনটি মঞ্চ নাটক: মুনতাসির, শকুন্তলা ও কিত্তনখোলা,
- কেরামতমঙ্গল,
- প্রাচ্য,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- যৈবতী কন্যার মন,
- চাকা,
- হরগজ,
- একটি মারমা রূপকথা,
- বনপাংশুল,
- স্বর্ণবোয়াল,
- পুত্র ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 5 days ago
বাগযন্ত্রের অংশ নয়-
Created: 4 days ago
A
দাঁত
B
তালু
C
কান
D
নাক
উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট, ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু, নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।

0
Updated: 4 days ago