'হুলিয়া' কবিতা কার রচনা?
A
আবুল হাসান
B
আবুল হোসেন
C
মহাদেব সাহা
D
নির্মলেন্দু গুণ
উত্তরের বিবরণ
‘হুলিয়া’ ও নির্মলেন্দু গুণ
• হুলিয়া:
‘হুলিয়া’ হলো বাংলাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ রচিত একটি কবিতা।
কবিতায় ঘরের পরিবেশ, রোদ, হাওয়া এবং ছায়ার খেলা চিত্রিত হয়েছে, যেখানে কবির উপস্থিতি এতটাই অদৃশ্য যে কেউ তাকে চিনতে পারে না। সংক্ষেপে কবিতার অংশটি এই রকম:
“আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর,
আমার চারপাশে রোদ ঝলমল করছে, হাওয়া শোঁ শোঁ করছে।
আমার ছায়া ঘুরতে ঘুরতে একটি রেখায় এসে দাঁড়িয়েছে।
কেউ আমাকে চিনতে পারেনি।”
• নির্মলেন্দু গুণ:
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে।
-
পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
তিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি এবং ‘বাংলাদেশের কবিদের কবি’ নামে খ্যাত।
-
সম্মাননা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১)।
• কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
• ভ্রমণ কাহিনি:
-
ভলগার তীরে
-
গীনসবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়া খেলার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
• কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হুলিয়া’ কবিতা।

0
Updated: 1 month ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা স্থান পেয়েছে?
Created: 2 months ago
A
১৬টি
B
১৯টি
C
২১টি
D
২৩টি
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
ফররুখ আহমদের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এটি।
-
গ্রন্থে মোট উনিশটি কবিতা সংকলিত হয়েছে।
-
কবিতাগুলি ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত।
-
কাব্যগ্রন্থটির প্রকাশকাল ১৯৪৪ সাল।
-
কবি মূলত জাগরণের উদ্দেশ্যে এই কবিতাগুলি রচনা করেন।
-
প্রচলিত বাংলা শব্দ পরিহার করে তিনি এ গ্রন্থে বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সমাজের বিরূপ চিত্রও এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে।
ফররুখ আহমদ
-
জন্মগ্রহণ করেন ১৯১৮ সালে, যশোর জেলার মাঝআইল গ্রামে।
-
তাঁকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি হিসেবে আখ্যায়িত করা হয়।
-
তাঁর কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ, মুসলিম জাগরণ এবং আরব-ইরানি ঐতিহ্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তাঁর রচিত গ্রন্থাবলি
-
কাব্যনাট্য: নৌফেল ও হাতেম
-
সনেট সংকলন: মুহূর্তের কবিতা
-
কাহিনিকাব্য: হাতেমতায়ী
-
শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Created: 2 months ago
A
বলাকা
B
সোনারতরী
C
চিত্রা
D
পুনশ্চ
• 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের একটি কবিতা।
• 'বলাকা' কাবগ্রন্থ:
- বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।
- কাব্যটি রচনার পশ্চাতে তিনটি বিষয় কবিকে অনুপ্রাণিত করেছে;
ক. কবির ইউরোপ ভ্রমণ, খ. কবির নোবেল পুরস্কার লাভ, গ. সমকালীন বিশ্বপরিস্থিতি ও প্রথম মহাযুদ্ধ।
----------------------
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর।
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।
উৎস: সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, বলাকা- কাব্য; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
Created: 5 months ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
• হাসান হাফিজুর রহমান:
- হাসান হাফিজুর রহমান১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে তাঁর জন্ম।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারী'।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়।
- হাসান হাফিজুর রহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ: বিমুখ প্রান্তর
• হাসান হাফিজুর রহমান রচিত কাব্য:
- বিমুখ প্রান্তর,
- প্রতিবিম্ব,
- আর্ত শব্দাবলী,
- অন্তিম শহরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি ইত্যাদি।
- হাসান হাফিজুর রহমান রচিত গল্প:
- আরো দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago