A
আবুল হাসান
B
আবুল হোসেন
C
মহাদেব সাহা
D
নির্মলেন্দু গুণ
উত্তরের বিবরণ
‘হুলিয়া’ ও নির্মলেন্দু গুণ
• হুলিয়া:
‘হুলিয়া’ হলো বাংলাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ রচিত একটি কবিতা।
কবিতায় ঘরের পরিবেশ, রোদ, হাওয়া এবং ছায়ার খেলা চিত্রিত হয়েছে, যেখানে কবির উপস্থিতি এতটাই অদৃশ্য যে কেউ তাকে চিনতে পারে না। সংক্ষেপে কবিতার অংশটি এই রকম:
“আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর,
আমার চারপাশে রোদ ঝলমল করছে, হাওয়া শোঁ শোঁ করছে।
আমার ছায়া ঘুরতে ঘুরতে একটি রেখায় এসে দাঁড়িয়েছে।
কেউ আমাকে চিনতে পারেনি।”
• নির্মলেন্দু গুণ:
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে।
-
পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
তিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি এবং ‘বাংলাদেশের কবিদের কবি’ নামে খ্যাত।
-
সম্মাননা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১)।
• কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
• ভ্রমণ কাহিনি:
-
ভলগার তীরে
-
গীনসবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়া খেলার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
• কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হুলিয়া’ কবিতা।

0
Updated: 1 week ago
'ভাত দে হারামজাদা' কবিতার রচয়িতা কে?
Created: 3 months ago
A
রফিক আজাদ
B
হুমায়ুন আজাদ
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
রফিক আজাদ
-
রফিক আজাদ জন্মগ্রহণ করেন টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে।
-
তাঁর ডাক নাম ছিল ‘জীবন’।
-
তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার’ এর সম্পাদক ছিলেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত কবিতা হলো ‘ভাত দে হারামজাদা’, যা ‘সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে’ নামের কাব্যগ্রন্থে সংকলিত।
-
তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
রফিক আজাদের বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ:
-
চুনিয়া আমার আর্কেডিয়া
-
অসম্ভবের পায়ে
-
কোনো খেদ নেই
-
হৃদয়ের কী বা দোষ
-
সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে
-
করো অশ্রুপাত
-
পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
”কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”- পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
Created: 2 days ago
A
উদাত্ত পৃথিবী
B
কেয়ার কাঁটা
C
তাহারেই পড়ে মনে
D
মন ও পৃথিবী
”তাহারেই পড়ে মনে” কবিতা
-
রচয়িতা: বেগম সুফিয়া কামাল
-
কাব্যগ্রন্থ: সাঝোঁর মায়া
-
প্রকাশকাল: ১৯৩৫ সাল
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
উল্লেখযোগ্য পঙ্ক্তি: “কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”
বেগম সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
-
তিনি ছিলেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত।
-
পারিবারিক উর্দুভাষার পরিবেশে থেকেও নিজ উদ্যোগে বাংলা শিখেছিলেন।
-
প্রথম গল্প: ‘সৈনিক বধূ’ (১৯২৩ সালে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত)।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
মায়া কাজল
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
(এছাড়া আরও অনেক প্রবন্ধ, কবিতা ও গল্পগ্রন্থ রচনা করেছেন)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 days ago
কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
Created: 3 months ago
A
তিনিই সমাজের মাথা
B
মাথা খাটিয়ে কাজ করবে
C
লজ্জায় আমার মাথা কাটা গেল
D
মাথা নেই তার মাথা ব্যথা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।
অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago