'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
শেখ হাসিনা
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
এ. কে. ফজলুল হক
উত্তরের বিবরণ
‘অসমাপ্ত আত্মজীবনী’
-
এই বইটির লেখক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
তাঁর লেখা প্রথম বই হিসেবে এটি ২০১২ সালে প্রকাশিত হয়।
-
বইটি তিনি লিখেছিলেন ১৯৬৭ সালের দিকে, কারাগারে থাকার সময়।
-
এতে তিনি নিজের জন্মকাল থেকে শুরু করে পিতৃপুরুষদের গল্পও বর্ণনা করেছেন।
-
আত্মজীবনীর বিবরণ শেষ হয়েছে ১৯৫৪ সালের রাজনৈতিক ঘটনাবলির মাধ্যমে।
উৎস: প্রথম আলো, ১৪ আগস্ট ২০২০ এর প্রতিবেদন

0
Updated: 1 month ago
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 4 months ago
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
জন্মই আমার আজন্ম পাপ
— দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই, পালাই সুদূরে—
চারপাশে রৌদ্রের ঝলক।
বাসের দোতলায়, ফুটপাতে রুটির দোকানে,
দ্রুতগামী নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির ঝলমলে আলো—
ভাঙাচোরা মুখচ্ছবির খোঁজ…"
(সংক্ষিপ্ত)
দাউদ হায়দার সম্পর্কে সংক্ষেপে:
-
জন্ম: ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২
-
জন্মস্থান: দোহার, পাবনা
-
পরিচয়: একজন প্রথিতযশা লেখক, যিনি সাহিত্যজগতে তাঁর স্পষ্টভাষী ও আত্মজৈবনিক কবিতার জন্য পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
জন্মই আমার আজন্ম পাপ
-
এই শাওনে এই পরবাসে
-
আমি ভালো আছি তুমি
-
পাথরের পুঁথি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
জন্মই আমার আজন্ম পাপ – দাউদ হায়দার

0
Updated: 4 months ago
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
পদ্মমণি
B
পদ্মাবতী
C
পদ্মগোখরা
D
পদ্মরাগ
‘পদ্মরাগ’ উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশকাল: ১৯২৪
-
উৎসর্গ: রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে
‘পদ্মরাগ’কে শাস্ত্রসম্মত উপন্যাস বলা ঠিক হবে না। এটি মূলত উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা, কারণ এতে গল্পের গাঁথুনি কম এবং শিল্পগত দিক থেকে কিছুটা অসফল। তবে এর গুরুত্ব অন্যত্র—
-
এটি মুসলিম নারীর লেখা প্রথম রচনার মধ্যে অন্যতম।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো প্রকাশের সাহস এখানে দেখা যায়, যা তখনকার হিন্দু লেখকদের পক্ষে সম্ভব ছিল না।
-
রচনায় অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিও লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য বিভ্রান্তি এড়িয়ে বলা:
‘পদ্মাবতী’ → মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য, মাইকেল মধুসূধন দত্তও এ নামে নাটক রচনা করেছেন।
‘পদ্মগোখরা’ → কাজী নজরুল ইসলাম রচিত গল্প, ‘শিউলিমালা’ গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত।
‘পদ্মমণি’ → কবি উত্তম দাশের কবিতা।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর
-
প্রতিষ্ঠাতা: ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)
-
সাবলীল অবদান: মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠা
প্রধান রচনাবলি:
-
মতিচূর
-
Sultana’s Dream (বাংলায় অনুবাদ: সুলতানার স্বপ্ন)
-
পদ্মরাগ (উপন্যাসপম গদ্য)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
বিশেষ উল্লেখ: Sultana’s Dream এ ‘Lady Land’ বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
"পুতুলনাচের ইতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সুনীল গঙ্গোপাধ্যায়
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- 'পুতুলনাচের ইতিকথা'।
---------------------------
• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
- মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
----------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago