A
"কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?"
B
"অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।"
C
"প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে?"
D
"কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে।"
উত্তরের বিবরণ
"অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান।"- পঙ্ক্তিটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়।
অন্যদিকে,
• 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও'- পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' উপন্যাসের একটি বিখ্যাত লাইন।
• "প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে?"- পঙ্ক্তি' রবীন্দ্রনাথের 'রাজা' নাটকের অন্তর্গত আমার প্রাণের মানুষ আছে প্রাণে কবিতার অন্তর্ভুক্ত।
• 'কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে - এ পঙক্তিটি রবীন্দ্রনাথ রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' কবিতার অন্তর্গত।
---------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
• তাঁর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- বউ ঠাকুরানীর হাট,
- দুই বোন,
- মালঞ্চ,
- চতুরঙ্গ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 week ago
'চন্দ্রাবতী' কী?
Created: 14 hours ago
A
নাটক
B
কাব্য
C
পদাবলী
D
পালাগান
চন্দ্রাবতী কাব্য:
-
রচয়িতা: কোরেশী মাগন ঠাকুর।
-
কাল ও প্রেক্ষাপট: মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
-
কোরেশী মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধান উজির। তার পৃষ্ঠপোষকতায় রাজসভায় বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।
-
তিনি বিখ্যাত কবি আলাওলকে দুটি কাব্য, ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান’, রচনায় উৎসাহিত করেন।
-
উল্লেখযোগ্য আরাকান রাজসভার কবি: আলাওল, দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর।
অন্যান্য চন্দ্রাবতী সম্পর্কিত তথ্য:
-
ময়মনসিংহের একজন নারী গীতিকার চন্দ্রাবতী প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেন।
-
ময়মনসিংহ-গীতিকায় নয়নচাঁদ ঘোষ নামে এক কবির ‘চন্দ্রাবতী’ সম্পর্কিত পালা আছে। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন:
-
‘জয়-চন্দ্রাবতী’
-
‘চন্দ্রাবতী চরিত’
-
‘চন্দ্রাবতী উপাখ্যান’
-
-
১৯৩২ সালে দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। এটি পূর্ববঙ্গ-গীতিকার চতুর্থ খণ্ডের দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 14 hours ago
Ode কী?
Created: 4 days ago
A
শোককবিতা
B
পত্রকাব্য
C
খণ্ড কবিতা
D
কোরাসগান
‘Ode’
-
‘Ode’ হলো একটি বিশেষ ধরনের কবিতা, যা সাধারণত কোনো ঘটনা, ব্যক্তি বা বস্তু সম্পর্কে মহিমান্বিত অনুভূতি প্রকাশ করে।
-
এই কবিতা প্রায়শই অনিয়মিত ছন্দে রচিত হয়।
-
কখনও কখনও ‘Ode’-কে সমবেত বা কোরাসগান হিসেবে ধরা হয়, যেখানে একটি দলের দ্বারা একসাথে গাওয়া হয়।
-
অর্থাৎ, এটি হতে পারে গাথাকবিতা বা স্তবক আকারের গীতিও।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান

0
Updated: 4 days ago
'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন?
Created: 4 days ago
A
মোতাহের হোসেন চৌধুরী
B
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
C
প্রমথ চৌধুরী
D
কাজী আব্দুল ওদুদ
মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধগ্রন্থ
গ্রন্থ পরিচিতি:
-
মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুর পর, সিকান্দার আবু জাফর সমকাল প্রকাশনী তাঁর প্রবন্ধগুলো একত্রিত করে ‘সংস্কৃতি কথা’ শিরোনামে প্রকাশ করেন।
-
এতে মোট ত্রিশটি প্রবন্ধ স্থান পায়।
-
বাংলা একাডেমি ১৯৭০ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে।
বিখ্যাত উক্তি:
-
“মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।”
-
“ধর্ম সাধারণ মানুষের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত ও মার্জিত মানুষের ধর্ম।”
মোতাহের হোসেন চৌধুরী: সংক্ষিপ্ত পরিচিতি
-
তিনি শিক্ষাবিদ ও প্রাবন্ধিক। জন্ম নোয়াখালীর কাঞ্চনপুর গ্রামে।
-
প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষণীয়।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
-
‘সংস্কৃতি কথা’ তাঁর প্রধান প্রবন্ধগ্রন্থ।
-
এছাড়াও তিনি বার্ট্রান্ড রাসেলের ‘Conquest of Happiness’ এবং ক্লাইভ বেল-এর ‘Civilization’ এর ভাবানুবাদ করেছেন।
-
মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী এবং মননশীল প্রবন্ধকার হিসেবে তাঁর খ্যাতি সুপ্রতিষ্ঠিত।
নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 days ago