A
প্রবোধচন্দ্র সেন
B
প্রমথনাথ বিশি
C
প্রমথ চৌধুরী
D
প্রদ্যুম্ন মিত্র
উত্তরের বিবরণ
‘তেল নুন লকড়ি’ ও প্রমথ চৌধুরী
‘তেল নুন লকড়ি’ হলো প্রমথ চৌধুরী রচিত একটি প্রবন্ধগ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৯০৬ সালে।
প্রমথ চৌধুরী
-
প্রমথ চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক এবং বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তাঁর জন্ম ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
তিনি সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনাম ব্যবহার করতেন।
-
‘বীরবলের হালখাতা’ প্রথম প্রকাশিত হয় ১৯০২ সালে ভারতী পত্রিকায়। এই গ্রন্থেই প্রথম তিনি চলিত রীতির ব্যবহার করেন।
-
বাংলা কবিতায় তিনিই প্রথম ইতালীয় সনেট রচনা করেন।
-
তিনি ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন।
তাঁর রচনাবলি
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
প্রবন্ধগ্রন্থ
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ ইত্যাদি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আहुতি
-
নীলোহিত
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
Created: 3 weeks ago
A
দিলারা হাশেম
B
রাজিয়া খান
C
রিজিয়া রহমান
D
সেলিনা হোসেন
রাজিয়া খান
- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক ছিলেন।
- অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'বটতলার উপন্যাস' এবং বিবিসি নিউজ বাংলা।

0
Updated: 3 weeks ago
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
Created: 13 hours ago
A
কাজী আবদুল ওদুদ
B
আবুল ফজল
C
রশীদ করিম
D
হুমায়ুন কবির
নদী ও নারী
-
রচয়িতা: হুমায়ুন কবির
-
প্রকাশকাল: ১৯৪৫ সালে মূল বাংলা সংস্করণ; একই বছরে ইংরেজি অনুবাদ ‘Men and Rivers’ প্রকাশিত হয়।
-
পটভূমি: চরের মানুষের দৈনন্দিন জীবন।
-
প্রধান চরিত্র: নজু মিয়া ও আসগর মিয়া—তাদের জীবন ও সম্পর্ককে কেন্দ্র করে গল্পটি আবর্তিত।
-
বিশেষত্ব: পদ্মা নদীর প্রেক্ষাপটে বাঙালি মুসলিম সমাজের জীবনের চিত্রায়ন।
-
চলচ্চিত্র: ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রে রূপান্তরিত হয়।
হুমায়ুন কবির
-
জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯০৬, কোমরপুর, ফরিদপুর
-
মূল নাম: হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির
-
পেশা ও অবদান: রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক; ‘চতুরঙ্গ’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে স্মরণীয়।
-
মৃত্যু: ১৮ আগস্ট ১৯৬৯, হৃদরোগে
-
কাব্যগ্রন্থ:
-
স্বপ্নসাধ
-
সাথী
-
অষ্টাদশী
-
-
উপন্যাস: নদী ও নারী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 13 hours ago
‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম-
Created: 4 weeks ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
সুনীতিকুমার
C
বিদ্যাপতি
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি বই লিখেন ‘বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ’ নামে। ইংরেজিতে এই গ্রন্থটির নাম হলো: ‘The Origin and Development of the Bengali Language’। সংক্ষেপে এটিকে বলা হয় ODBL এবং এটি ১৯২৬ সালে প্রকাশিত।

0
Updated: 4 weeks ago