A
Oligarchy
B
Bureaucracy
C
Monarchy
D
Autocracy
উত্তরের বিবরণ
আমলাতন্ত্র: - আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত। - আমলাতন্ত্র হল একটি সংস্থা, যা সরকারী বা ব্যক্তিগত মালিকানাধীন, বিভিন্ন নীতিনির্ধারক বিভাগ বা ইউনিট নিয়ে গঠিত। - জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র অধ্যয়ন করেন। - জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়। ⇒ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য: - টাস্ক স্পেশালাইজেশন, - নিয়ম এবং প্রয়োজনীয়তা, - অনুক্রমিক কর্তৃপক্ষ, - কর্মজীবন অভিযোজন। উল্লেখ্য: - Autocracy অর্থ: একনায়কত্ব, যেখানে এক ব্যক্তি সমস্ত শাসনক্ষমতা ধারণ করে এবং অন্যান্যদের কোনো প্রভাব থাকে না। - Monarchy অর্থ: রাজতন্ত্র, যেখানে শাসনক্ষমতা এক ব্যক্তি, সাধারণত রাজা বা রানী, বা রাজবংশের মাধ্যমে চলে। - Oligarchy: যেখানে কিছু বিশেষ বা অভিজাত শ্রেণীর লোকদের হাতে শাসনক্ষমতা কেন্দ্রীভূত থাকে।
আমলাতন্ত্র:
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত।
- আমলাতন্ত্র হল একটি সংস্থা, যা সরকারী বা ব্যক্তিগত মালিকানাধীন, বিভিন্ন নীতিনির্ধারক বিভাগ বা ইউনিট নিয়ে গঠিত।
- জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র অধ্যয়ন করেন।
- জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।
⇒ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য:
- টাস্ক স্পেশালাইজেশন,
- নিয়ম এবং প্রয়োজনীয়তা,
- অনুক্রমিক কর্তৃপক্ষ,
- কর্মজীবন অভিযোজন।
উল্লেখ্য:
- Autocracy অর্থ: একনায়কত্ব, যেখানে এক ব্যক্তি সমস্ত শাসনক্ষমতা ধারণ করে এবং অন্যান্যদের কোনো প্রভাব থাকে না।
- Monarchy অর্থ: রাজতন্ত্র, যেখানে শাসনক্ষমতা এক ব্যক্তি, সাধারণত রাজা বা রানী, বা রাজবংশের মাধ্যমে চলে।
- Oligarchy: যেখানে কিছু বিশেষ বা অভিজাত শ্রেণীর লোকদের হাতে শাসনক্ষমতা কেন্দ্রীভূত থাকে।

0
Updated: 1 week ago
What level of goods and services are considered when calculating national income?
Created: 1 week ago
A
Primary
B
Final
C
Secondary
D
Capital
জাতীয় আয়
সংজ্ঞা:
একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশে মোট চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য এবং বিদেশ থেকে প্রাপ্ত নীট আর্থিক আয় এর সমষ্টিকে জাতীয় আয় বলা হয়।
অন্যভাবে বলতে গেলে, একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলা হয়।
অর্থনীতিবিদদের সংজ্ঞা:
-
অধ্যাপক মার্শাল:
"কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অ-বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবা সৃষ্টি করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে।"
-
অধ্যাপক পিগু:
"জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।"
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
How many years is the duration of the medium-term plan?
Created: 1 week ago
A
1 to 6 years
B
1 to 5 years
C
2 to 6 years
D
1 to 3 years
পরিকল্পনার ধরন
১. স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর বা তার কম।
-
ধরন: দুটি প্রকার—
-
এ্যাকশন প্লান (Action Plan)
-
রি-এ্যাকশন প্লান (Re-action Plan)
-
২. মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর থেকে ৫ বছর।
-
লক্ষ্য: মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ।
৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan)
-
মেয়াদ: সাধারণত ৫ বছরের বেশি।
উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
Which one serves as a clearing house?
Created: 1 week ago
A
Agrani Bank
B
Janata Bank
C
Rupali Bank
D
Bangladesh Bank
নিকাশ ঘর
বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
-
বিভিন্ন ব্যাংকের গ্রাহক চেকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংকগুলোর মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
-
নিকাশ ঘর হিসেবে বাংলাদেশ ব্যাংক এসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে নিকাশ ঘরের কাজ করে সোনালী ব্যাংক।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago