'আমলাতন্ত্র' শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
A
Oligarchy
B
Bureaucracy
C
Monarchy
D
Autocracy
উত্তরের বিবরণ
আমলাতন্ত্র: - আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত। - আমলাতন্ত্র হল একটি সংস্থা, যা সরকারী বা ব্যক্তিগত মালিকানাধীন, বিভিন্ন নীতিনির্ধারক বিভাগ বা ইউনিট নিয়ে গঠিত। - জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র অধ্যয়ন করেন। - জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়। ⇒ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য: - টাস্ক স্পেশালাইজেশন, - নিয়ম এবং প্রয়োজনীয়তা, - অনুক্রমিক কর্তৃপক্ষ, - কর্মজীবন অভিযোজন। উল্লেখ্য: - Autocracy অর্থ: একনায়কত্ব, যেখানে এক ব্যক্তি সমস্ত শাসনক্ষমতা ধারণ করে এবং অন্যান্যদের কোনো প্রভাব থাকে না। - Monarchy অর্থ: রাজতন্ত্র, যেখানে শাসনক্ষমতা এক ব্যক্তি, সাধারণত রাজা বা রানী, বা রাজবংশের মাধ্যমে চলে। - Oligarchy: যেখানে কিছু বিশেষ বা অভিজাত শ্রেণীর লোকদের হাতে শাসনক্ষমতা কেন্দ্রীভূত থাকে।
আমলাতন্ত্র:
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত।
- আমলাতন্ত্র হল একটি সংস্থা, যা সরকারী বা ব্যক্তিগত মালিকানাধীন, বিভিন্ন নীতিনির্ধারক বিভাগ বা ইউনিট নিয়ে গঠিত।
- জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র অধ্যয়ন করেন।
- জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।
⇒ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য:
- টাস্ক স্পেশালাইজেশন,
- নিয়ম এবং প্রয়োজনীয়তা,
- অনুক্রমিক কর্তৃপক্ষ,
- কর্মজীবন অভিযোজন।
উল্লেখ্য:
- Autocracy অর্থ: একনায়কত্ব, যেখানে এক ব্যক্তি সমস্ত শাসনক্ষমতা ধারণ করে এবং অন্যান্যদের কোনো প্রভাব থাকে না।
- Monarchy অর্থ: রাজতন্ত্র, যেখানে শাসনক্ষমতা এক ব্যক্তি, সাধারণত রাজা বা রানী, বা রাজবংশের মাধ্যমে চলে।
- Oligarchy: যেখানে কিছু বিশেষ বা অভিজাত শ্রেণীর লোকদের হাতে শাসনক্ষমতা কেন্দ্রীভূত থাকে।

0
Updated: 1 month ago
ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম?
Created: 1 month ago
A
১২৯ তম
B
১৩০ তম
C
১৩১ তম
D
১৩২ তম
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’ এ বাংলাদেশের অবস্থান ১৩০ তম।
• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

0
Updated: 1 month ago
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
Created: 1 month ago
A
2017
B
2014
C
2016
D
2015
নিশ্চয়ই, তথ্যগুলো ঠিক রেখে পুনর্লিখন করা হলো—
• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:
-
সংজ্ঞা: দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
-
বাংলাদেশে প্রথম প্রণয়ন: ২০০৫ সালে বাংলাদেশ IPRSP প্রথম প্রণয়ন করে।
-
শিরোনাম: ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’।
-
সর্বশেষ গ্রহণ: বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে ২০১৫ সালে।
-
মোট গ্রহণকৃত কৌশলপত্র: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৪টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করেছে।
উৎস: IMF

0
Updated: 1 month ago
What level of goods and services are considered when calculating national income?
Created: 1 month ago
A
Primary
B
Final
C
Secondary
D
Capital
জাতীয় আয়
সংজ্ঞা:
একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশে মোট চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য এবং বিদেশ থেকে প্রাপ্ত নীট আর্থিক আয় এর সমষ্টিকে জাতীয় আয় বলা হয়।
অন্যভাবে বলতে গেলে, একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলা হয়।
অর্থনীতিবিদদের সংজ্ঞা:
-
অধ্যাপক মার্শাল:
"কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অ-বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবা সৃষ্টি করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে।"
-
অধ্যাপক পিগু:
"জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।"
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago