চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
A
২২%
B
২৫%
C
২০%
D
৩০%
উত্তরের বিবরণ
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%

0
Updated: 2 months ago
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
Created: 2 weeks ago
A
১৫%
B
১০%
C
১২%
D
১১%
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
সমাধান:
গণিতে পাশ করে = ৮০%
∴ শুধু গণিতে পাশ করে = (৮০ - ৬০)% = ২০%
বাংলায় পাশ করে = ৭০%
∴ শুধু বাংলায় পাশ করে = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ করে = (২০ + ১০ + ৬০)%
= ৯০%
সুতরাং, উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৯০)% = ১০%

0
Updated: 2 weeks ago
What is the compound amount of Tk. 3200 for 2 years at a rate of interest 5% per annum?
Created: 12 hours ago
A
Tk. 3500
B
Tk. 3528
C
Tk. 3640
D
Tk. 3568
Solution:
Given,
Principal, P = 3200
Rate, r = 5% = 5/100 = 1/20
Time, n = 2 years
We know,
A = P(1 + r)n
= 3200 × (1 + 1/20)2
= 3200 × (21/20)2
= (3200 × 21 × 21) / (20 × 20)
= (3200 × 441) / 400
= 1411200 / 400
= 3528
∴ The compound amount is Tk. 3528.

0
Updated: 12 hours ago
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
Created: 2 months ago
A
শূন্য
B
১৪৪
C
২৫৬
D
৪০০
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
সমাধান:
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা
৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০
= ৩৬০০ টাকা
বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা
= ৬৪০০ টাকা
এর ৪% কমতি = ৬৪০০ × ৪/১০০
= ২৫৬ টাকা
মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা
= ৩৮৫৬ টাকা
∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা
= ১৪৪ টাকা

0
Updated: 2 months ago