মূল্যবোধের চালিকা শক্তি কী?
A
আইনের শাসন
B
সংস্কৃতি
C
সুশাসন
D
উন্নয়ন
উত্তরের বিবরণ
মূল্যবোধ: - মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি। - মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার। - পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়। - সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা। উল্লেখ্য: - মূল্যবোধ সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। - মানুষের আচার-আচরণ, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস, জীবনধারা ইত্যাদি সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে। - মূল্যবোধ মূলত সামাজিকভাবে স্বীকৃত আচরণবিধি, যা সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে বিকশিত হয়। - সংস্কৃতি সমাজের মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা ও নীতিনৈতিকতার কাঠামো নির্ধারণ করে, যা মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখে। - তাই সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি।
মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
- মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার।
- পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়।
- সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা।
উল্লেখ্য:
- মূল্যবোধ সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- মানুষের আচার-আচরণ, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস, জীবনধারা ইত্যাদি সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে।
- মূল্যবোধ মূলত সামাজিকভাবে স্বীকৃত আচরণবিধি, যা সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে বিকশিত হয়।
- সংস্কৃতি সমাজের মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা ও নীতিনৈতিকতার কাঠামো নির্ধারণ করে, যা মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখে।
- তাই সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি।

0
Updated: 1 month ago
In what year was Value Added Tax introduced in Bangladesh?
Created: 1 month ago
A
July 1, 1991
B
June 1, 1991
C
July 1, 1990
D
June 1, 1990
Value Added Tax (VAT)
-
সংজ্ঞা: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
-
বাংলাদেশে চালু: ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ধরণ: একটি পরোক্ষ কর।
-
রাজস্বে গুরুত্ব:
-
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে ভ্যাট থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
-
-
বর্তমান ভ্যাট হার: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
উৎস: NBR ওয়েবসাইট

0
Updated: 1 month ago
What is the main export product of Bangladesh?
Created: 1 month ago
A
Agricultural products
B
Knitwear
C
Leather and leather products
D
Leather goods
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত (২০২৪-২৫ অর্থবছর, জুলাই-জুন)
-
নীট পোষাক (Knitwear)
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
মন্তব্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য।
-
-
ওভেন পোষাক (Woven Garments)
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল (Home Textiles)
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা (Leather & Footwear)
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 1 month ago
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
Created: 1 month ago
A
USA
B
UK
C
China
D
Japan
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার
-
বৃহত্তম বাজার: যুক্তরাষ্ট্র
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): ৮৭৬ কোটি ডলার
-
মোট রপ্তানিতে অংশ: ১৭%
-
প্রধান পণ্য: তৈরি পোশাক (মোট রপ্তানির ৮৭%)
-
বিশ্বে অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থান

0
Updated: 1 month ago