A
গণতন্ত্রের
B
মূল্যবোধের
C
সুশাসনের
D
নৈতিকতার
উত্তরের বিবরণ
নৈতিকতা: - নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার। - জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।' - নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ। - তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ। ⇒ নৈতিকতা সম্পর্কিত বিষয়: - লক্ষ্য: নৈতিকতার মৌলিক লক্ষ্য মানুষের কল্যাণ সাধন। - নিয়ন্ত্রক: নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ। - শুরু: নৈতিক শিক্ষা প্রাথমিক ভাবে পরিবারে শুরু হয়। - রক্ষাকবচ: নৈতিকতার রক্ষাকবচ বিবেকের দংশন। - উপাদান: নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
নৈতিকতা:
- নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার।
- জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'
- নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ।
- তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
⇒ নৈতিকতা সম্পর্কিত বিষয়:
- লক্ষ্য: নৈতিকতার মৌলিক লক্ষ্য মানুষের কল্যাণ সাধন।
- নিয়ন্ত্রক: নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ।
- শুরু: নৈতিক শিক্ষা প্রাথমিক ভাবে পরিবারে শুরু হয়।
- রক্ষাকবচ: নৈতিকতার রক্ষাকবচ বিবেকের দংশন।
- উপাদান: নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।

0
Updated: 1 week ago
Who is the current Chairman of the Board of Directors of Bangladesh Bank? (August-2025)
Created: 1 week ago
A
Dr. Md. Khairuzzaman Majumder
B
Dr. Ahsan H. Mansur
C
Dr. Fahmida Khatun
D
Dr. Md. Habibur Rahman
বাংলাদেশ ব্যাংকের গঠনপ্রণালী
-
প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সম্পূর্ণ সরকারী মালিকানায় পরিচালিত।
-
পরিচালনা পর্ষদ: ব্যাংকের পরিচালনা ও নীতি নির্ধারণের জন্য একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
-
সদস্য: ১ জন গভর্নর, ২ জন ডেপুটি গভর্নর এবং ৮ জন পরিচালক
-
সভাপতি: গভর্নর
-
গভর্নরের মেয়াদ: ৪ বছর, সরকার কর্তৃক মনোনীত; মেয়াদ শেষে পুনঃনিয়োগ সম্ভব
-
ডেপুটি গভর্নর: সরকার কর্তৃক ৪ বছরের জন্য মনোনীত
-
-
কার্যনির্বাহী কমিটি:
-
সদস্য: গভর্নর, ডেপুটি গভর্নরগণ, এবং পরিচালকদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য
-
দায়িত্ব: ব্যাংকের কাজকর্ম পরিচালনা করা
-
উল্লেখ্য: আগস্ট ২০২৫ পর্যন্ত
-
পরিচালক পর্ষদের সভাপতি ও গভর্নর: ড. আহসান এইচ মনসুর
উৎস: বাংলাদেশ ব্যাংক

0
Updated: 1 week ago
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কবে পালিত হয়?
Created: 1 week ago
A
৯ ডিসেম্বর
B
১০ ডিসেম্বর
C
১১ ডিসেম্বর
D
১২ ডিসেম্বর

0
Updated: 1 week ago
Which one serves as a clearing house?
Created: 1 week ago
A
Agrani Bank
B
Janata Bank
C
Rupali Bank
D
Bangladesh Bank
নিকাশ ঘর
বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
-
বিভিন্ন ব্যাংকের গ্রাহক চেকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংকগুলোর মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
-
নিকাশ ঘর হিসেবে বাংলাদেশ ব্যাংক এসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে নিকাশ ঘরের কাজ করে সোনালী ব্যাংক।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago