'Moral and others' গ্রন্থটি কে লিখেছেন?
A
ফ্রান্সিস বেকন
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
মেকিয়াভেলি
উত্তরের বিবরণ
বার্ট্রান্ড রাসেল: - রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। - তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব। - ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন: - রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে। - বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- • The Elements of Ethics, • Human Society in Ethics and Politics, • Moral and others, • Power: A New Social Analysis, • Political Ideals, • Introduction to Mathematical Philosophy etc.
বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন:
- রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে।
- বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.

0
Updated: 1 month ago
'আমলাতন্ত্র' শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
Created: 1 month ago
A
Oligarchy
B
Bureaucracy
C
Monarchy
D
Autocracy
আমলাতন্ত্র: - আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত। - আমলাতন্ত্র হল একটি সংস্থা, যা সরকারী বা ব্যক্তিগত মালিকানাধীন, বিভিন্ন নীতিনির্ধারক বিভাগ বা ইউনিট নিয়ে গঠিত। - জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র অধ্যয়ন করেন। - জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়। ⇒ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য: - টাস্ক স্পেশালাইজেশন, - নিয়ম এবং প্রয়োজনীয়তা, - অনুক্রমিক কর্তৃপক্ষ, - কর্মজীবন অভিযোজন। উল্লেখ্য: - Autocracy অর্থ: একনায়কত্ব, যেখানে এক ব্যক্তি সমস্ত শাসনক্ষমতা ধারণ করে এবং অন্যান্যদের কোনো প্রভাব থাকে না। - Monarchy অর্থ: রাজতন্ত্র, যেখানে শাসনক্ষমতা এক ব্যক্তি, সাধারণত রাজা বা রানী, বা রাজবংশের মাধ্যমে চলে। - Oligarchy: যেখানে কিছু বিশেষ বা অভিজাত শ্রেণীর লোকদের হাতে শাসনক্ষমতা কেন্দ্রীভূত থাকে।
আমলাতন্ত্র:
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy, যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত।
- আমলাতন্ত্র হল একটি সংস্থা, যা সরকারী বা ব্যক্তিগত মালিকানাধীন, বিভিন্ন নীতিনির্ধারক বিভাগ বা ইউনিট নিয়ে গঠিত।
- জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র অধ্যয়ন করেন।
- জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।
⇒ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য:
- টাস্ক স্পেশালাইজেশন,
- নিয়ম এবং প্রয়োজনীয়তা,
- অনুক্রমিক কর্তৃপক্ষ,
- কর্মজীবন অভিযোজন।
উল্লেখ্য:
- Autocracy অর্থ: একনায়কত্ব, যেখানে এক ব্যক্তি সমস্ত শাসনক্ষমতা ধারণ করে এবং অন্যান্যদের কোনো প্রভাব থাকে না।
- Monarchy অর্থ: রাজতন্ত্র, যেখানে শাসনক্ষমতা এক ব্যক্তি, সাধারণত রাজা বা রানী, বা রাজবংশের মাধ্যমে চলে।
- Oligarchy: যেখানে কিছু বিশেষ বা অভিজাত শ্রেণীর লোকদের হাতে শাসনক্ষমতা কেন্দ্রীভূত থাকে।

0
Updated: 1 month ago
Where is the Barapukuria coal mine located?
Created: 1 month ago
A
Rajshahi
B
Dinajpur
C
Khulna
D
Sylhet
বড় পুকুরিয়া কয়লা খনি
-
অবস্থান: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ভবানীপুর বাজারের দক্ষিণে।
-
ধরন: এটি বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি।
-
উৎপাদিত কয়লার ধরণ: সবচেয়ে মূল্যবান বিটুমিনাস কয়লা।
-
বার্ষিক উৎপাদন: প্রায় ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা।
-
বিদ্যুৎ উৎপাদন: খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
-
এই কেন্দ্রটি উত্তোলিত কয়লার মাধ্যমে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে।
-
উৎস: পার্বতীপুর উপজেলা ওয়েবসাইট

0
Updated: 1 month ago
What level of goods and services are considered when calculating national income?
Created: 1 month ago
A
Primary
B
Final
C
Secondary
D
Capital
জাতীয় আয়
সংজ্ঞা:
একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশে মোট চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য এবং বিদেশ থেকে প্রাপ্ত নীট আর্থিক আয় এর সমষ্টিকে জাতীয় আয় বলা হয়।
অন্যভাবে বলতে গেলে, একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলা হয়।
অর্থনীতিবিদদের সংজ্ঞা:
-
অধ্যাপক মার্শাল:
"কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অ-বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবা সৃষ্টি করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে।"
-
অধ্যাপক পিগু:
"জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।"
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago