মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের
A
বিপরীত
B
সাংঘর্ষিক
C
পরিপূরক
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন: - মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক। - মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। - মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে। - মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। - সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। - মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়। তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন:
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক।
- মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
- মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে।
- মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।
- মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 month ago
What level of goods and services are considered when calculating national income?
Created: 1 month ago
A
Primary
B
Final
C
Secondary
D
Capital
জাতীয় আয়
সংজ্ঞা:
একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশে মোট চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য এবং বিদেশ থেকে প্রাপ্ত নীট আর্থিক আয় এর সমষ্টিকে জাতীয় আয় বলা হয়।
অন্যভাবে বলতে গেলে, একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলা হয়।
অর্থনীতিবিদদের সংজ্ঞা:
-
অধ্যাপক মার্শাল:
"কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অ-বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবা সৃষ্টি করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে।"
-
অধ্যাপক পিগু:
"জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।"
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
মূল্যবোধ শিক্ষা সমাজে কোনটি বৃদ্ধি করে?
Created: 1 month ago
A
অর্থনৈতিক অস্থিতিশীলতা
B
সামাজিক বিভাজন
C
আইনের শাসন প্রতিষ্ঠা
D
রাজনৈতিক পক্ষপাতিত্ব
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা:
- "মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা" বলতে বোঝানো হয়, মূল্যবোধ শিক্ষা এবং সুশাসন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কীভাবে সহায়ক হতে পারে।
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং সমাজের উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে।
⇒ তাদের উপযোগিতা হল:
• সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
• নীতি ও ঔচিত্যবোধ প্রতিষ্ঠা।
• স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা।
• আইনের শাসন প্রতিষ্ঠা।
• আমলাতন্ত্রের জবাবদিহিতা।
• মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতিষ্ঠা।
• দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
• দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি।
• সমাজে শৃঙ্খলাবোধ বিরাজ করা।
• নাগরিক সচেতনতা ইত্যাদি।

0
Updated: 1 month ago
মূল্যবোধের চালিকা শক্তি কী?
Created: 1 month ago
A
আইনের শাসন
B
সংস্কৃতি
C
সুশাসন
D
উন্নয়ন
মূল্যবোধ: - মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি। - মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার। - পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়। - সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা। উল্লেখ্য: - মূল্যবোধ সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। - মানুষের আচার-আচরণ, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস, জীবনধারা ইত্যাদি সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে। - মূল্যবোধ মূলত সামাজিকভাবে স্বীকৃত আচরণবিধি, যা সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে বিকশিত হয়। - সংস্কৃতি সমাজের মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা ও নীতিনৈতিকতার কাঠামো নির্ধারণ করে, যা মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখে। - তাই সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি।
মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
- মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার।
- পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়।
- সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা।
উল্লেখ্য:
- মূল্যবোধ সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- মানুষের আচার-আচরণ, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস, জীবনধারা ইত্যাদি সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে।
- মূল্যবোধ মূলত সামাজিকভাবে স্বীকৃত আচরণবিধি, যা সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে বিকশিত হয়।
- সংস্কৃতি সমাজের মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা ও নীতিনৈতিকতার কাঠামো নির্ধারণ করে, যা মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখে।
- তাই সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি।

0
Updated: 1 month ago