আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কবে পালিত হয়?
A
৯ ডিসেম্বর
B
১০ ডিসেম্বর
C
১১ ডিসেম্বর
D
১২ ডিসেম্বর
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
উপমহাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
Created: 5 months ago
A
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B
এ কে ফজলুল হক
C
আব্দুল হামিদ খান ভাসানী
D
সৈয়দ আমীর আলী
• শহীদ সোহরাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- তিনি ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
- ১৯৬৩ সালে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য,
- উপমহাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে "গণতন্ত্রের মানসপুত্র" বলা হয়।
- তার নেতৃত্বে, পাকিস্তানের প্রাথমিক বছরগুলোতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পাকিস্তানের দুই অংশের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ছিল। তিনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য জনমত যাচাই ও জনগণের অংশগ্রহণে বিশ্বাস করতেন। এজন্যই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' আখ্যা দেওয়া হয়।

0
Updated: 5 months ago
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
Created: 1 month ago
A
USA
B
UK
C
China
D
Japan
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার
-
বৃহত্তম বাজার: যুক্তরাষ্ট্র
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): ৮৭৬ কোটি ডলার
-
মোট রপ্তানিতে অংশ: ১৭%
-
প্রধান পণ্য: তৈরি পোশাক (মোট রপ্তানির ৮৭%)
-
বিশ্বে অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থান

0
Updated: 1 month ago
How many years is the duration of the medium-term plan?
Created: 1 month ago
A
1 to 6 years
B
1 to 5 years
C
2 to 6 years
D
1 to 3 years
পরিকল্পনার ধরন
১. স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর বা তার কম।
-
ধরন: দুটি প্রকার—
-
এ্যাকশন প্লান (Action Plan)
-
রি-এ্যাকশন প্লান (Re-action Plan)
-
২. মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর থেকে ৫ বছর।
-
লক্ষ্য: মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ।
৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan)
-
মেয়াদ: সাধারণত ৫ বছরের বেশি।
উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago