A
৯ ডিসেম্বর
B
১০ ডিসেম্বর
C
১১ ডিসেম্বর
D
১২ ডিসেম্বর
উত্তরের বিবরণ

0
Updated: 1 week ago
উপমহাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
Created: 4 months ago
A
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B
এ কে ফজলুল হক
C
আব্দুল হামিদ খান ভাসানী
D
সৈয়দ আমীর আলী
• শহীদ সোহরাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- তিনি ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
- ১৯৬৩ সালে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য,
- উপমহাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে "গণতন্ত্রের মানসপুত্র" বলা হয়।
- তার নেতৃত্বে, পাকিস্তানের প্রাথমিক বছরগুলোতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পাকিস্তানের দুই অংশের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ছিল। তিনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য জনমত যাচাই ও জনগণের অংশগ্রহণে বিশ্বাস করতেন। এজন্যই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' আখ্যা দেওয়া হয়।

0
Updated: 4 months ago
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
Created: 1 week ago
A
USA
B
UK
C
China
D
Japan
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার
-
বৃহত্তম বাজার: যুক্তরাষ্ট্র
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): ৮৭৬ কোটি ডলার
-
মোট রপ্তানিতে অংশ: ১৭%
-
প্রধান পণ্য: তৈরি পোশাক (মোট রপ্তানির ৮৭%)
-
বিশ্বে অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থান

0
Updated: 1 week ago
Which is the most important resource of Bangladesh?
Created: 1 week ago
A
Limestone
B
White Clay
C
Hard rock
D
Natural Gas
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাকৃতিক গ্যাস। এটি এক উৎকৃষ্ট জ্বালানি, পাশাপাশি বিভিন্ন শিল্পে—বিশেষ করে সার কারখানায়—কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়।
১৯৫৫ সালে সিলেটের হরিপুর এলাকায় বার্মা ওয়েল কোম্পানি প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার করে এবং ১৯৫৭ সাল থেকে দেশে গ্যাস উৎপাদন শুরু হয়।
বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। উল্লেখযোগ্য গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বিবিয়ানা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ইত্যাদি। এর মধ্যে ভোলার ইলিশা-১ কূপ হলো সর্বশেষ (২৯তম) আবিষ্কৃত গ্যাসক্ষেত্র।
প্রাকৃতিক গ্যাস ছাড়াও বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক ইত্যাদি উল্লেখযোগ্য।
উৎস: এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পেট্রোবাংলা।

0
Updated: 1 week ago