A
১২৯ তম
B
১৩০ তম
C
১৩১ তম
D
১৩২ তম
উত্তরের বিবরণ
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’ এ বাংলাদেশের অবস্থান ১৩০ তম।
• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

0
Updated: 1 week ago
উপমহাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
Created: 4 months ago
A
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B
এ কে ফজলুল হক
C
আব্দুল হামিদ খান ভাসানী
D
সৈয়দ আমীর আলী
• শহীদ সোহরাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- তিনি ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
- ১৯৬৩ সালে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য,
- উপমহাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে "গণতন্ত্রের মানসপুত্র" বলা হয়।
- তার নেতৃত্বে, পাকিস্তানের প্রাথমিক বছরগুলোতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পাকিস্তানের দুই অংশের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ছিল। তিনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য জনমত যাচাই ও জনগণের অংশগ্রহণে বিশ্বাস করতেন। এজন্যই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' আখ্যা দেওয়া হয়।

0
Updated: 4 months ago
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
Created: 1 week ago
A
USA
B
UK
C
China
D
Japan
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার
-
বৃহত্তম বাজার: যুক্তরাষ্ট্র
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): ৮৭৬ কোটি ডলার
-
মোট রপ্তানিতে অংশ: ১৭%
-
প্রধান পণ্য: তৈরি পোশাক (মোট রপ্তানির ৮৭%)
-
বিশ্বে অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থান

0
Updated: 1 week ago
Who is the current Chairman of the Board of Directors of Bangladesh Bank? (August-2025)
Created: 1 week ago
A
Dr. Md. Khairuzzaman Majumder
B
Dr. Ahsan H. Mansur
C
Dr. Fahmida Khatun
D
Dr. Md. Habibur Rahman
বাংলাদেশ ব্যাংকের গঠনপ্রণালী
-
প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সম্পূর্ণ সরকারী মালিকানায় পরিচালিত।
-
পরিচালনা পর্ষদ: ব্যাংকের পরিচালনা ও নীতি নির্ধারণের জন্য একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
-
সদস্য: ১ জন গভর্নর, ২ জন ডেপুটি গভর্নর এবং ৮ জন পরিচালক
-
সভাপতি: গভর্নর
-
গভর্নরের মেয়াদ: ৪ বছর, সরকার কর্তৃক মনোনীত; মেয়াদ শেষে পুনঃনিয়োগ সম্ভব
-
ডেপুটি গভর্নর: সরকার কর্তৃক ৪ বছরের জন্য মনোনীত
-
-
কার্যনির্বাহী কমিটি:
-
সদস্য: গভর্নর, ডেপুটি গভর্নরগণ, এবং পরিচালকদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য
-
দায়িত্ব: ব্যাংকের কাজকর্ম পরিচালনা করা
-
উল্লেখ্য: আগস্ট ২০২৫ পর্যন্ত
-
পরিচালক পর্ষদের সভাপতি ও গভর্নর: ড. আহসান এইচ মনসুর
উৎস: বাংলাদেশ ব্যাংক

0
Updated: 1 week ago