'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
A
জন ক্লার্ক মার্শম্যান
B
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
উত্তরের বিবরণ
সমাচার দর্পণ পত্রিকা
-
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ’।
-
এটি ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে প্রকাশ করা হয়, উদ্যোগ নেন খ্রিষ্টান মিশনারিরা।
-
পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্শম্যান, এবং এটি ছিল তার সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রথমে সম্পাদকীয় অংশে সহায়ক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার।
-
সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয় ১৮১৮ সালের ২৩ মে, যা ছিল একটি শনিবার।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
Created: 2 months ago
A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 2 months ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
“ধুমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
বুদ্ধদেব বসু
B
শামসুর রহমান
C
কাজী নজরুল ইসলাম
D
শওকত ওসমান
“ধুমকেতু” পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯২২ সালে এই পত্রিকা প্রকাশিত হয় এবং এটি তৎকালীন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় জনগণের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ধুমকেতু পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম তাঁর প্রতিবাদী ও বিপ্লবী রচনাবলি প্রকাশ করেছিলেন, যা ব্রিটিশ শাসকের বিরাগভাজন হয় এবং এর ফলে নজরুলকে কারাবরণ করতে হয়।

0
Updated: 2 months ago