নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
উত্তরের বিবরণ
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ কী?
Created: 3 weeks ago
A
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
D
প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ হলো লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
মাছি মেরে হাত কালো করা: সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
-
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ: শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া
-
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত: প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
উৎস:

0
Updated: 3 weeks ago
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
Created: 1 month ago
A
৭টি
B
৮টি
C
১০টি
D
৯টি
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।

0
Updated: 1 month ago
মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
Created: 1 month ago
A
সাম্যবাদ
B
স্থিরপ্রতিজ্ঞ
C
সস্ত্রীক
D
সবিনয়
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
যে সমাসে কর্মধারয় পদ থেকে মধ্যপদটি লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণ:
-
পল (মাংস) + অন্ন → পলান্ন
-
সিংহ + আসন → সিংহাসন
-
প্রীতি + উপহার → প্রীতিউপহার
-
মৌ + মাছি → মৌমাছি
-
সাহিত্য + সভা → সাহিত্যসভা
-
ঘর + জামাই → ঘরজামাই
-
স্মৃতি + সৌধ → স্মৃতিসৌধ
বহুব্রীহি সমাস
যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ সরাসরি বোঝা না গিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলা হয়।
-
উদাহরণ:
-
আয়ত লোচন যার → আয়তলোচনা (স্ত্রী)
-
মহান আত্মা যার → মহাত্মা
-
স্বচ্ছ সলিল যার → নীলবসনা
-
স্থির প্রতিজ্ঞা যার → স্থিরপ্রতিজ্ঞ
-
ধীর বুদ্ধি যার → ধীরবুদ্ধি
-
সহার্থক বহুব্রীহি সমাস
যে সমাসে সহার্থক পদ (অর্থ-সহ অর্থজ্ঞাপক) সঙ্গে বিশেষ্য পদ যুক্ত হয়, তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে।
-
উদাহরণ:
-
স্ত্রীর সঙ্গে বর্তমান → সস্ত্রীক
-
বিনয়ের সঙ্গে বর্তমান → সবিনয়
-
অন্যান্য: সফল, সবান্ধব, সকরুণ, সহিত, সবল, সহদয়, সক্রিয়, সবিরাম, সগোত্র, সচকিত
-
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago