কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
A
যোগ্যতা
B
আকাঙ্ক্ষা
C
আসক্তি
D
আসত্তি
উত্তরের বিবরণ
• আদর্শ সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয়- আসক্তি।
ভাষার বিচারে একটি আদর্শ সার্থক বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক।
যথা-
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি এবং
৩. যোগ্যতা।
• আকাঙ্ক্ষা:
বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
উদাহরণ- কাজল নিয়মিত লেখাপড়া।
- উপরের বাক্যটি অসম্পূর্ণ। অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
- বাক্যটিকে এভাবে পরিপূর্ণ করা যায়- কাজল নিয়মিত লেখাপড়া করে।
• আসত্তি:
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই হলো আসত্তি।
উদাহরণ: নিয়মিত করে হাসান লেখাপড়া।
- বাক্যটির পদগুলো সন্নিবেশ না হওয়ায় অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি। তাই এটি আদর্শ বাক্য নয়।
- পরিপূর্ণ বাক্য গঠনে বাক্যের পদ্গুলো সাজাতে হবে- হাসান নিয়মিত লেখাপড়া করে।
• যোগ্যতা:
- বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল যোগ্যতা।
উদাহরণ: বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
- বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কেননা রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না।
- তাই যোগ্যতাসম্পন্ন বাক্যটি হবে- ‘বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে’।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের দাঁতে লেগে বায়ুতে বাধা সৃষ্টি করে, তাকে কী বলে?
Created: 1 week ago
A
দন্তমূলীয়
B
দন্ত্য
C
মূর্ধন্য
D
কণ্ঠনালীয়
বাংলা ভাষার ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ, ঠোঁট ও কণ্ঠের বিভিন্ন অঙ্গের অবস্থান ও বায়ুপথে বাধা সৃষ্টির ভিন্নতার ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়। এই বিভাজন অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কণ্ঠ্য, তালব্য, মূর্ধন্য, দন্ত্য, দন্তমূলীয়, ওষ্ঠ্য ও কণ্ঠনালীয়—এই কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়।
তথ্যসমূহ:
-
দন্ত্য ব্যঞ্জন:
-
উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: ত, থ, দ, ধ।
-
-
ওষ্ঠ্য ব্যঞ্জন:
-
উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে।
-
এদের দ্বি-ওষ্ঠ্য ধ্বনিও বলা হয়।
-
উদাহরণ: প, ফ, ব, ভ, ম।
-
-
দন্তমূলীয় ব্যঞ্জন:
-
জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হয়।
-
উদাহরণ: ন, র, ল, স।
-
-
কণ্ঠনালীয় ব্যঞ্জন:
-
ধ্বনি উচ্চারণের সময় বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি মুখগহ্বর দিয়ে বের হয়।
-
উদাহরণ: হ।
-
-
মূর্ধন্য ব্যঞ্জন:
-
জিভের ডগা দন্তমূল ও তালুর মাঝখানের উঁচু অংশ (মূর্ধা)-এর সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়।
-
-
তালব্য ব্যঞ্জন:
-
উচ্চারণের সময় জিভের সামনের অংশ শক্ত তালুর কাছে উঠে গিয়ে বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: চ, ছ, জ, ঝ, শ।
-
-
কণ্ঠ্য ব্যঞ্জন:
-
উচ্চারণের সময় জিভের পিছনের অংশ উঁচু হয়ে নরম তালুর কাছে গিয়ে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: ক, খ, গ, ঘ, ঙ।
-
অতিরিক্ত তথ্য:
এই শ্রেণিবিন্যাসকে ধ্বনিবিজ্ঞানে ‘উচ্চারণস্থানভিত্তিক ব্যঞ্জনবিভাগ’ বলা হয়। এটি বোঝায় কোন অঙ্গের মাধ্যমে এবং কোথায় বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি হয়ে ধ্বনি উৎপন্ন হয়।

0
Updated: 1 week ago
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—
Created: 1 month ago
A
উপমান
B
রূপক
C
উপমেয়
D
উপমিত
ত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এরূপ- তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা, রক্তের ন্যায় লাল= রক্তলাল, চন্দনের মতো স্নিগ্ধ= চন্দনস্নিগ্ধ।

0
Updated: 1 month ago
পুলিশ ঘটনার তদন্তে _________ খোঁজখবর নিল।
Created: 1 month ago
A
পুঙ্খানূপুঙ্খ
B
পুঙ্খানুপুঙ্খ
C
পুঙ্খানুপূঙ্খ
D
পুঙ্খানূপূঙ্খ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - পুঙ্খানুপুঙ্খ।
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: তন্নতন্ন, সূক্ষ্মাতিসূক্ষ্ম।

0
Updated: 1 month ago