'পরশ্ব' শব্দটির অর্থ কী?
A
পরশু
B
পরের ধন
C
কোকিল
D
পার্শ্ববর্তী
উত্তরের বিবরণ
পরশ্ব (বিশেষ্য ও ক্রিয়া-বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়)
-
শব্দটি সংস্কৃত থেকে এসেছে।
-
অর্থ:
-
আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন,
-
পরশু।
-
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
ইংরেজি ভাষায়
B
বাংলা ভাষায়
C
পর্তুগিজ ভাষায়
D
ফরাসি ভাষায়
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস
-
প্রথম বাংলা ব্যাকরণ (১৭৪৩ খ্রি.)
-
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
-
এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
-
তিনি তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে এই ব্যাকরণ রচনা করেন।
-
-
হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮ খ্রি.)
-
১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ।
-
বইটির নাম: “A Grammar of the Bengal Language”।
-
এটি ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
-
উইলিয়াম কেরির ব্যাকরণ (১৮০১ খ্রি.)
-
উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেন “A Grammar of the Bengalee Language” (১৮০১)।
-
পরবর্তীতে জন রবিনসন ১৮৪৬ সালে এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
-
-
রামমোহন রায়ের ব্যাকরণ (১৮২৬ ও ১৮৩৩ খ্রি.)
-
১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
পরবর্তীতে ১৮৩৩ সালে তাঁর রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ প্রকাশিত হয়।
-
এটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 3 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
’চারি >চাইর- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
অন্ত্যস্বরাগম
B
অসমীকরণ
C
অপিনিহিতি
D
স্বরসঙ্গতি
বাংলা ভাষায় ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। এর মধ্যে অপিনিহিতি, অন্ত্যস্বরাগম, অসমীকরণ এবং স্বরসঙ্গতি গুরুত্বপূর্ণ। এদের ব্যাখ্যা নিচে দেওয়া হলো—
-
অপিনিহিতি
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলা হয়।
উদাহরণ: আজি → আইজ, সাধু → সাউধ, রাখিয়া → রাইখ্যা, বাক্য → বাইক্য, সত্য → সইত্য, চারি → চাইর, মারি → মাইর। -
অন্ত্যস্বরাগম
কোনো শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে অন্ত্যস্বরাগম বলে।
উদাহরণ: দিশ্ → দিশা, পোখত্ → পোক্ত, বেঞ্চ → বেঞ্চি, সত্য → সত্যি। -
অসমীকরণ
একই স্বরের পুনরাবৃত্তি এড়াতে মাঝখানে নতুন স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলা হয়।
উদাহরণ: ধপ ধপ → ধপাধপ, টপ টপ → টপাটপ। -
স্বরসঙ্গতি
একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন হলে তাকে স্বরসঙ্গতি বলা হয়।
উদাহরণ: দেশি → দিশি, বিলাতি → বিলিতি, মুলা → মুলো।
উৎস:

0
Updated: 1 month ago