নিচের কোন বানানটি শুদ্ধ?
A
মনীষী
B
মনিষি
C
মনীষি
D
মনিষী
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: মনীষী।
• মনীষী (বিশেষণ পদ),
-এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মনীষা+ইন্।
অর্থ:
- তীক্ষ্ণধী,
- বিদ্বান,
- প্রতিভাসম্পন্ন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'আসরে নামা' বাগ্ধারার অর্থ -
Created: 3 weeks ago
A
বিপর্যস্ত অবস্থা
B
আবির্ভূত হওয়া
C
হতবুদ্ধি হওয়া
D
সচেতন হওয়া
বাংলা ভাষায় ‘আসরে নামা’ বাগধারার অর্থ হলো আবির্ভূত হওয়া। একইভাবে, বিভিন্ন বাগধারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
আসরে নামা → আবির্ভূত হওয়া
-
আক্কেল গুড়ুম → হতবুদ্ধি হওয়া
-
টনক নড়া → সচেতন হওয়া
-
ঝড়ো কাক → বিপর্যস্ত অবস্থা
উৎস:

0
Updated: 3 weeks ago
'দার-দাঁড়' শব্দজোড়ের অর্থ কী?
Created: 3 weeks ago
A
প্রহরী - কিনারা
B
স্ত্রী - নৌকার বৈঠা
C
নৌকার বৈঠা - দরজা
D
স্ত্রী - প্রহরী
'দার' শব্দের অর্থ হলো স্ত্রী, আর 'দাঁড়' শব্দের অর্থ হলো নৌকার বৈঠা। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
দর: মূল্য
-
দড়: কঠিন, মজবুত
-
দাঁড়ি: যতি চিহ্ন
-
দ্বারী: প্রহরী
-
দাড়ি: শ্মশ্রু
উৎস:

0
Updated: 3 weeks ago
'উড়নপেকে' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
অপব্যয়ী
B
অবাধ্য
C
অসৎ
D
অকালপক্ক
বাংলা ভাষায় বাগ্ধারার ব্যবহার অর্থকে প্রাণবন্ত করে তোলে এবং গভীর তাৎপর্য প্রকাশ করে। প্রতিটি বাগ্ধারার নির্দিষ্ট অর্থ রয়েছে, যা কথোপকথন ও লেখায় বিশেষভাবে ব্যবহৃত হয়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা তুলে ধরা হলো।
-
উড়নপেকে : অপব্যয়ী
-
আকাশের চাঁদ : দুর্লভ বস্তু
-
দফা নিকেশ : সমূহ সর্বনাশ
-
নয় ছয় : অপব্যয়
-
ডিমে রোগা : সর্বদা রুগ্ণ
-
রাশভারী : গম্ভীর প্রকৃতি
-
তিলেতিলে : ধীরে ধীরে
উৎস:

0
Updated: 3 weeks ago