A
ঘনত্ব কম
B
ঘনত্ব বেশি
C
তাপমাত্রা বেশি
D
দ্রবণীয়তা বেশি
উত্তরের বিবরণ
যখন পানি জমে বরফে পরিণত হয়, তখন তার আয়তন বাড়ে। এর ফলে বরফের ঘনত্ব পানির তুলনায় কম হয়। অর্থাৎ, একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয়, তখন সেটি বেশি জায়গা দখল করে।
তাই সমান ওজনের বরফ পানির চেয়ে বেশি স্থান নেয়। যেহেতু বরফের ঘনত্ব পানির চেয়ে কম, তাই বরফ পানিতে ভাসে।
উৎস: Encyclopaedia Britannica (Britannica.com)

0
Updated: 1 week ago
সুনামির (Tsunami) কারণ হলো-
Created: 4 weeks ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্র তলদেশের ভূমিকম্প
সুনামির কারণ হলো সমুদ্রের নিচে ভূমিকম্প হওয়া।
-
"সুনামি" শব্দটি জাপানি, যার অর্থ "বন্দরের ঢেউ" (tsu = বন্দর, nami = ঢেউ)।
-
এটি তখনই ঘটে, যখন সমুদ্রতলের নিচে খুব শক্তিশালী ভূমিকম্প হয়।
-
ভূমিকম্পের ফলে পানিতে বড় ঢেউ সৃষ্টি হয়, যেটি তীরবর্তী অঞ্চলে দ্রুত আঘাত হানে।
-
প্রথম সুনামির তথ্য ইতিহাসে পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ সালে।
উৎস: ভূগোল – ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 weeks ago
দুধে থাকে-
Created: 2 weeks ago
A
সাইট্রিক এসিড
B
ল্যাকটিক এসিড
C
নাইট্রিক এসিড
D
এসিটিক এসিড
আমরা প্রতিদিন যে খাবার ও পানীয় গ্রহণ করি, সেগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের অ্যাসিড পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়—
-
ভিনেগার → এতে থাকে ইথানয়িক অ্যাসিড।
-
দুধ → এতে থাকে ল্যাকটিক অ্যাসিড।
-
সফট ড্রিংকস → এতে থাকে কার্বনিক অ্যাসিড।
-
কমলালেবু বা লেবু → এতে থাকে সাইট্রিক অ্যাসিড।
-
তেতুল → এতে থাকে টারটারিক অ্যাসিড।
-
চা → এতে থাকে ট্যানিক অ্যাসিড।
অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ খাবার ও পানীয় থেকেই সহজে বিভিন্ন প্রকার অ্যাসিডের উদাহরণ পাওয়া যায়।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
Created: 2 weeks ago
A
তামা
B
দস্তা
C
ক্রোমিয়াম
D
এলুমিনিয়াম
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান হলো ক্রোমিয়াম।
সংকর ধাতু
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago