বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
A
ঘনত্ব কম
B
ঘনত্ব বেশি
C
তাপমাত্রা বেশি
D
দ্রবণীয়তা বেশি
উত্তরের বিবরণ
যখন পানি জমে বরফে পরিণত হয়, তখন তার আয়তন বাড়ে। এর ফলে বরফের ঘনত্ব পানির তুলনায় কম হয়। অর্থাৎ, একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয়, তখন সেটি বেশি জায়গা দখল করে।
তাই সমান ওজনের বরফ পানির চেয়ে বেশি স্থান নেয়। যেহেতু বরফের ঘনত্ব পানির চেয়ে কম, তাই বরফ পানিতে ভাসে।
উৎস: Encyclopaedia Britannica (Britannica.com)

0
Updated: 1 month ago
MKS পদ্ধতিতে ভরের একক-
Created: 2 months ago
A
কিলোগ্রাম
B
পাউন্ড
C
গ্রাম
D
আউন্স
একক পদ্ধতি (Unit Systems)
১. এম.কে.এস. পদ্ধতি (মিটার-কিলোগ্রাম-সেকেন্ড)
-
দৈর্ঘ্য পরিমাপের একক: মিটার (m)
-
ভর পরিমাপের একক: কিলোগ্রাম (kg)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
২. সি.জি.এস. পদ্ধতি (সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: সেন্টিমিটার (cm)
-
ভর পরিমাপের একক: গ্রাম (g)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
৩. এফ.পি.এস. পদ্ধতি (ফুট-পাউন্ড-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: ফুট (ft)
-
ভর পরিমাপের একক: পাউন্ড (lb)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 2 months ago
একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
Created: 1 month ago
A
16.36
B
160
C
280
D
806.67
প্রশ্ন: একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
সমাধান:
এখানে,
বিভব পার্থক্য, V = 220V
ক্ষমতা, P = 60 W
রােধ, R = ?
আমরা জানি,
P = V2/R
বা, R = V2/P
বা, R = (220×220)/60
∴ R = 806.67 ওহম।

0
Updated: 1 month ago
সালােকসংশ্লেষণে সূর্যের আলাের রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলাে-
Created: 1 month ago
A
০%
B
১০ - ১৫%
C
৩ - ৬%
D
১০০%
সালোকসংশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে সবুজ উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই শক্তি ব্যবহার করে তারা কার্বন ডাই-অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
এই প্রক্রিয়াটি একটি জটিল রাসায়নিক বিক্রিয়া, যা উদ্ভিদের জীবনধারণ ও পৃথিবীর খাদ্যশৃঙ্খলের ভিত্তি গড়ে তোলে।
-
সালোকসংশ্লেষণ হলো সেই প্রক্রিয়া, যেখানে সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে।
-
এই প্রক্রিয়ায় চারটি অপরিহার্য উপাদান হলো আলো, ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাই-অক্সাইড।
-
তাত্ত্বিকভাবে সালোকসংশ্লেষণে সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের সর্বোচ্চ কর্মদক্ষতা ১১%, কিন্তু বাস্তবে এটি মাত্র ৩% থেকে ৬%।
-
সালোকসংশ্লেষণের জন্য সবচেয়ে উপযোগী তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
-
সূর্য থেকে আসা মোট আলোর মধ্যে মাত্র ১% থেকে ২% আলো সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।
-
লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে কার্যকর হয়, অপরদিকে সবুজ আলোতে কার্যকারিতা সর্বনিম্ন।
-
উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ সংঘটিত হয়।

0
Updated: 1 month ago