কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
A
অড়হর
B
ছোলা
C
খেসারী
D
মটর
উত্তরের বিবরণ
অতিরিক্ত পরিমাণে খেসারি ডাল খেলে ল্যাথাইরিজম নামে একটি রোগ দেখা দিতে পারে।
-
এই ডাল বাংলাদেশ, ভারত, আলজেরিয়া এবং ইউরোপের কিছু দেশ যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, এছাড়াও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলের মানুষ খেয়ে থাকে।
-
এই রোগ শুধু মানুষের মধ্যে নয়, ঘোড়া ও গবাদি পশুর মধ্যেও লক্ষ্য করা যায়।
-
পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
-
পশুদের ক্ষেত্রে পা ও স্বরযন্ত্রের পেশী দুর্বল হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
-
মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রে ক্ষত সৃষ্টি হয়, যা নির্দিষ্ট অঙ্গের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
-
Fabaceae পরিবারের Papillionaceae উপ-পরিবারের Lathyrus প্রজাতির কিছু উদ্ভিদের বীজ খেলে এই রোগের ঝুঁকি থাকে। এর মধ্যে খেসারি ডাল অন্যতম।
-
১৮৭৩ সালে ইতালির কান্তানি নামের এক বিজ্ঞানী প্রথম এই রোগকে ‘ল্যাথাইরিজম’ নামে অভিহিত করেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Created: 2 months ago
A
সৌর বছর
B
কসমিক ইয়ার
C
আলোক বর্ষ
D
পলিসার
ছায়াপথ:
- সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
- এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে।
- এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
- ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারণ করে?
Created: 1 month ago
A
২.০৫%
B
০.৬৮%
C
০.০১%
D
০.০০১%
বারিমণ্ডলের জলের পরিমাণের ভাগ
পৃথিবীতে থাকা মোট জলের মধ্যে বিভিন্ন অংশের ভাগ নিম্নরূপ:
-
সমুদ্রের জল: ৯৭.২৫%
-
হিমবাহের জল (গ্লেসিয়ার): ২.০৫%
-
ভূগর্ভস্থ পানি: ০.৬৮%
-
হৃদ বা হ্রদের জল: ০.০১%
-
মাটির আর্দ্রতা: ০.০০৫%
-
বায়ুমণ্ডলের জল (বাষ্প): ০.০০১%
-
নদীজল: ০.০০০১%
-
জীবমণ্ডলের জল (উদাহরণ: উদ্ভিদ ও প্রাণীর দেহের জল): ০.০০০০৪%
পৃথিবীর জলের প্রায় ৯৭% সমুদ্র ও মহাসাগরে রয়েছে। এই পানি লবণাক্ত হওয়ায় সরাসরি মানবদেহের জন্য পানীয় উপযুক্ত নয়।
হিমবাহ বা বরফ আকারে থাকা পানি প্রায় ২%, যা মধুর পানি হিসেবে পরবর্তীতে ব্যবহৃত হতে পারে।
ভূগর্ভস্থ পানি প্রায় ০.৬৮%, যা প্রধানত কূপ, ঝরনা ও নলকূপের মাধ্যমে মানুষের কাজে আসে।
অন্য ছোট ছোট উৎস যেমন নদী, হ্রদ, মাটির আর্দ্রতা ও বায়ুমণ্ডলীয় জল প্রায় নগণ্য, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
Created: 2 months ago
A
বেগুনী
B
সবুজ
C
হলুদ
D
কালো
লাল আলোতে নীল বা হলুদ রঙের জিনিসগুলো কালো দেখায়।
-
কারণ, কোনো বস্তুর রঙ তার নিজের রঙের আলো ছাড়া অন্য রঙের আলো শোষণ করে নেয়।
-
তাই, লাল আলোতে হলুদ রঙের বস্তু লাল আলো শোষণ করে নেয়।
-
এতে করে কোনো আলো প্রতিফলিত হয় না।
-
ফলে, লাল আলোতে হলুদ বস্তু কালো দেখায়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago