A
অড়হর
B
ছোলা
C
খেসারী
D
মটর
উত্তরের বিবরণ
অতিরিক্ত পরিমাণে খেসারি ডাল খেলে ল্যাথাইরিজম নামে একটি রোগ দেখা দিতে পারে।
-
এই ডাল বাংলাদেশ, ভারত, আলজেরিয়া এবং ইউরোপের কিছু দেশ যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, এছাড়াও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলের মানুষ খেয়ে থাকে।
-
এই রোগ শুধু মানুষের মধ্যে নয়, ঘোড়া ও গবাদি পশুর মধ্যেও লক্ষ্য করা যায়।
-
পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
-
পশুদের ক্ষেত্রে পা ও স্বরযন্ত্রের পেশী দুর্বল হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
-
মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রে ক্ষত সৃষ্টি হয়, যা নির্দিষ্ট অঙ্গের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
-
Fabaceae পরিবারের Papillionaceae উপ-পরিবারের Lathyrus প্রজাতির কিছু উদ্ভিদের বীজ খেলে এই রোগের ঝুঁকি থাকে। এর মধ্যে খেসারি ডাল অন্যতম।
-
১৮৭৩ সালে ইতালির কান্তানি নামের এক বিজ্ঞানী প্রথম এই রোগকে ‘ল্যাথাইরিজম’ নামে অভিহিত করেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া ওয়েবসাইট

0
Updated: 1 week ago
ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 days ago
A
আফ্রিকার জোহানেসবার্গে
B
ব্রাজিলের রিওডিজেনিরোতে
C
ইতালির রোমে
D
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
-
প্রথম ধরিত্রী সম্মেলন (১৯৯২):
৩ থেকে ১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষার লক্ষ্যে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। -
বিশেষ ধরিত্রী সম্মেলন বা রিও + ৫ (১৯৯৭):
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল ধরিত্রী সম্মেলনের ৫ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ৫’ নামে পরিচিত। -
দ্বিতীয় ধরিত্রী সম্মেলন বা রিও + ১০ (২০০২):
২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল সম্মেলনের ১০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ১০’ নামে পরিচিত। -
তৃতীয় ধরিত্রী সম্মেলন বা রিও + ২০ (২০১২):
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল সম্মেলনের ২০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ২০’ নামে পরিচিত।
উৎস: Britannica & United Nations

0
Updated: 2 days ago
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Created: 1 month ago
A
অগ্ন্যাশয় হতে
B
প্যানক্রিয়াস হতে
C
লিভার হতে
D
পিটুইটারী গ্ল্যান্ড হতে
প্যানক্রিয়াস এর বাংলা নাম অগ্ন্যাশয়। তাই যখন প্রশ্নে অপশনে ক) ও খ) দুটো উত্তর ছিল, তখন সেটা বাতিল করা হয়েছে।
ইনসুলিন:
-
ইনসুলিন হলো একটি হরমোন।
-
এটা অগ্ন্যাশয়ের মধ্যে থাকা Islets of Langerhans নামের বিটা কোষ থেকে তৈরি হয়।
-
ইনসুলিন রক্তে থাকা গ্লুকোজ (চিনি) দেহের কোষের ভিতরে ঢোকার সাহায্য করে।
-
এর ফলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে গিয়ে স্বাভাবিক থাকে।
-
যদি কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ঠিকমত তৈরি না হয় বা কম হয়, অথবা ইনসুলিন কাজ না করে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এই অবস্থাকেই ডায়াবেটিস বা মধুমেহ রোগ বলা হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
Created: 2 weeks ago
A
ঊষা
B
গোধূলি
C
গুরুবৃত্ত
D
ছায়াবৃত্ত
পৃথিবীর যেসব অংশে আলো আর অন্ধকার মিলিত হয়, সেই সীমারেখাকেই ছায়াবৃত্ত বলা হয়।
পৃথিবীর আবর্তনের কারণে যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে আলোকিত অংশে প্রবেশ করে, সেখানেই প্রভাত ঘটে।
প্রভাত শুরু হওয়ার আগে হালকা আলোর যে সময় থাকে সেটি হলো ঊষা। আর সন্ধ্যা ঘনানোর আগে যখন ম্লান আলো থাকে সেটিকে বলা হয় গোধূলি।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago