A
রূপসী বাংলা
B
ঝরা পালক
C
ধূসর পাণ্ডু লিপি
D
বনলতা সেন
উত্তরের বিবরণ
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ: - জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'। - 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে। - কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু। - 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা। জীবনানন্দ দাশ: - তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন। - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। - তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। - মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ: - ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ), - ধূসর পাণ্ডু লিপি, - বনলতা সেন, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা, - বেলা অবেলা কালবেলা।
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা।
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ এর লেখক কে?
Created: 1 week ago
A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।

0
Updated: 1 week ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 1 week ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-

0
Updated: 1 week ago
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
Created: 1 week ago
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago