A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
উত্তরের বিবরণ
কায়কোবাদ (কাজেম আল কোরায়েশী)
জন্ম: ১৮৫৭, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রাম।
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
সাহিত্যিক নাম: কায়কোবাদ
কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত।
বৈশিষ্ট্য:
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা।
মাত্র তেরো বছর বয়সে প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত।
উপাধি: কাব্যভূষণ
অন্যান্য মধ্যযুগ ও নবযুগের কবিদের উপাধি
‘কবিকন্ঠহার’ → বিদ্যাপতি
‘শান্তিপুরের কবি’ → মোজাম্মেল হক
‘কবিকঙ্কন’ → মুকুন্দরাম চক্রবর্তী
📖 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'জুলাই শহীদ দিবস' পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১৬ জুলাই
B
১৮ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
‘জুলাই শহীদ দিবস’
-
উদযাপনের তারিখ: প্রতি বছর ১৬ জুলাই
-
ঘটনার প্রেক্ষাপট:
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার এই দিবস ঘোষণা করে। -
ঘোষণা তারিখ: ২ জুলাই, ২০২৫ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে)
-
দিবসের শ্রেণি: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত
-
সম্পর্কিত দিবস: ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত।
-
উদ্দেশ্য: শহীদ আবু সাঈদের ত্যাগ ও গণঅভ্যুত্থানকে স্মরণ করা।

0
Updated: 2 weeks ago
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।" - এটি কার উক্তি?
Created: 1 week ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মীর মশাররফ হোসেন
D
কায়কোবাদ
মুহম্মদ শহীদুল্লাহ
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
-
পরিচয়: বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক; ‘জ্ঞানতাপস’ হিসেবে খ্যাত
-
ডাকনাম / খ্যাতি: চলিষ্ণু অভিধান
-
উক্তি (১৯৫২, ভাষা আন্দোলন প্রেক্ষাপট):
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
-
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
-
-
অন্য কাজ: বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম কী?
Created: 1 week ago
A
ময়নামতির গান
B
গোপীচন্দ্রের সন্যাস
C
মীনচেতন
D
গোরাক্ষ বিজয়

0
Updated: 1 week ago