'কায়কোবাদ' এর উপাধি কোনটি?
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
উত্তরের বিবরণ
কায়কোবাদ (কাজেম আল কোরায়েশী)
জন্ম: ১৮৫৭, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রাম।
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
সাহিত্যিক নাম: কায়কোবাদ
কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত।
বৈশিষ্ট্য:
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা।
মাত্র তেরো বছর বয়সে প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত।
উপাধি: কাব্যভূষণ
অন্যান্য মধ্যযুগ ও নবযুগের কবিদের উপাধি
‘কবিকন্ঠহার’ → বিদ্যাপতি
‘শান্তিপুরের কবি’ → মোজাম্মেল হক
‘কবিকঙ্কন’ → মুকুন্দরাম চক্রবর্তী
📖 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 4 weeks ago
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:

0
Updated: 4 weeks ago
'বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ আব্দুল হাই
C
সৈয়দ আলী আহসান
D
আহমদ শরীফ
আহমদ শরীফ ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ নামক গবেষণা গ্রন্থের রচয়িতা।
আহমদ শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
পেশা: শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক ও বাংলা সাহিত্যের গবেষক
-
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯২১, চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা, সুচক্রদণ্ডী গ্রাম
-
গুরুত্বপূর্ণ ভূমিকা: বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক
-
প্রধান রচনা: বাঙালী ও বাঙলা সাহিত্য (দু খণ্ড, ১৯৭৮ ও ১৯৮৩) – মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ
আহমদ শরীফের প্রবন্ধগ্রন্থসমূহ:
-
বিশ শতকের বাঙালি
-
বিচিত্র চিন্তা
-
স্বদেশ অন্বেষা
-
স্বদেশ চিন্তা
-
বাঙালী ও বাঙলা সাহিত্য
-
সাহিত্য সংস্কৃতি চিন্তা

0
Updated: 4 weeks ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 1 month ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago