A
রাধারানী
B
আনন্দমঠ
C
সীতারাম
D
দেবী চৌধুরানী
উত্তরের বিবরণ

0
Updated: 1 week ago
ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
জয়দেব
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যধারা হলো বৈষ্ণব পদাবলি। এ ধারার মূল বিষয় রাধা-কৃষ্ণের প্রেমলীলা। এখানে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয় এবং নায়িকার আটটি ভিন্ন ভিন্ন অবস্থা চিত্রিত হয়েছে।
পদাবলির প্রধান কবি ও সূচনা:
-
বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব সর্বাধিক পরিচিত।
-
তাঁর রচিত গীতগোবিন্দম্ কাব্য রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে আদি বৈষ্ণব পদাবলির অন্যতম নিদর্শন। যদিও এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।

0
Updated: 2 weeks ago
চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম -
Created: 2 weeks ago
A
মানিক দত্ত
B
বিজয়গুপ্ত
C
মুকুন্দরাম চক্রবর্তী
D
কানা হরিদত্ত
চণ্ডীমঙ্গল কাব্য
‘চণ্ডীমঙ্গল’ হলো চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত মঙ্গলকাব্য।
এই কাব্যের আদি কবি মানিক দত্ত—চতুর্দশ শতকের কবি। তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি ষোড়শ শতকে এই ধারার শ্রেষ্ঠ রূপ দেন। কাব্যটি মূলত দুইটি কাহিনি নিয়ে গঠিত।
কাহিনি সংক্ষেপ
চণ্ডীর ইচ্ছা হয়েছিল পৃথিবীতে তাঁর পূজা প্রচার করার। এজন্য তিনি স্বামী শিবকে অনুরোধ করেন, শিবের একনিষ্ঠ ভক্ত নীলাম্বরকে পৃথিবীতে পাঠাতে। কিন্তু বিনা অপরাধে পাঠাতে শিব রাজি হননি।
পরে চণ্ডী ষড়যন্ত্র করে নীলাম্বরকে পৃথিবীতে পাঠান। নীলাম্বর জন্ম নেন কালকেতু নামে, ব্যাধ ধর্মকেতুর ঘরে। স্বর্গে তাঁর স্ত্রী ছায়া পৃথিবীতে জন্ম নেন ফুল্লুরা নামে।

0
Updated: 2 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা সংকলন কোনটি?
Created: 1 week ago
A
চয়নিকা
B
গল্পগুচ্ছ
C
সঞ্চিতা
D
সঞ্চয়িতা
‘চয়নিকা’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
প্রথম রচনা সংকলন; প্রকাশকাল: ১৯০৯ খ্রিষ্টাব্দ।
-
প্রকাশক ও মুদ্রক: এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
-
প্রথম সংস্করণে কবিতার সংখ্যা: ১৩০ টি।
-
জনপ্রিয়তা নির্ধারণের জন্য:
-
১৯২৪ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে ২০০টি কবিতা বেছে নেওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়।
-
৩২০ জন পাঠক এতে অংশ নেন; তাঁদের ভোট অনুযায়ী কবিতাগুলির জনপ্রিয়তা নির্ধারণ করা হয়।
-
-
১৯২৫ সালের সংস্করণটি এই লোকপ্রিয়তা অনুযায়ী সংকলিত হয়।

0
Updated: 1 week ago