A
চয়নিকা
B
গল্পগুচ্ছ
C
সঞ্চিতা
D
সঞ্চয়িতা
উত্তরের বিবরণ
‘চয়নিকা’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
প্রথম রচনা সংকলন; প্রকাশকাল: ১৯০৯ খ্রিষ্টাব্দ।
-
প্রকাশক ও মুদ্রক: এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
-
প্রথম সংস্করণে কবিতার সংখ্যা: ১৩০ টি।
-
জনপ্রিয়তা নির্ধারণের জন্য:
-
১৯২৪ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে ২০০টি কবিতা বেছে নেওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়।
-
৩২০ জন পাঠক এতে অংশ নেন; তাঁদের ভোট অনুযায়ী কবিতাগুলির জনপ্রিয়তা নির্ধারণ করা হয়।
-
-
১৯২৫ সালের সংস্করণটি এই লোকপ্রিয়তা অনুযায়ী সংকলিত হয়।

0
Updated: 1 week ago
কত সালে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়?
Created: 2 weeks ago
A
১৯০৯ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯১৭ সালে
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য
মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ হলো ‘শ্রীকৃষ্ণকীর্তন’। এটি একটি গীতি-আলেখ্য, যার বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রণয়লীলা। মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদ-এর পরেই এর স্থান।
১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
এই কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। তাঁর প্রধান পরিচয়ই হলো ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের স্রষ্টা হওয়া। বসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভের মতে, বড়ু চণ্ডীদাসের জন্ম ১৩৩৯ খ্রিষ্টাব্দে এবং মৃত্যু ১৩৯৯ খ্রিষ্টাব্দে।

0
Updated: 2 weeks ago
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়শিপ- ২০২৫ এর শিরোপা জয়ী দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
বাংলাদেশ
D
পাকিস্তান
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৫
-
আয়োজন: ১১–২১ জুলাই ২০২৫, ঢাকা।
-
চ্যাম্পিয়ন: বাংলাদেশ
-
ফাইনাল ম্যাচ: বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা
-
ফলাফল: বাংলাদেশ ৪–০ নেপাল
-
বাংলাদেশের চারটি গোলের সবটি করেছেন মোসাম্মৎ সাগরিকা।
-
মোট ম্যাচ: ৬
-
অর্জিত পয়েন্ট: ১৮
-
এটি বাংলাদেশের পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়া।
-
-
রানার্সআপ: নেপাল, ১২ পয়েন্ট
-
তৃতীয় স্থান: ভুটান, ৬ পয়েন্ট

0
Updated: 2 weeks ago
'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Created: 1 week ago
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago