'প্রভাবতী সম্ভাষণ' গ্রন্থটি রচনা করেন কে?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বিহারীলাল চক্রবর্তী
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রাজা রামমোহন রায়
উত্তরের বিবরণ
‘প্রভাবতী সম্ভাষণ’
-
রচয়িতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
ধরণ: শোকগাঁথা; বাংলা ভাষার প্রথম মৌলিক রচনা।
-
রচনার উদ্দেশ্য: বন্ধুর বালিকা কন্যা প্রভাবতী এর অকাল মৃত্যুর শোকে রচনা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পরিচিতি: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ব্রজবিলাস ও রত্নপরীক্ষা।

0
Updated: 1 month ago
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"- বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
রফিক আজাদ
B
হেলাল হাফিজ
C
শামসুর রাহমান
D
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কবিতাংশের রচয়িতা: হেলাল হাফিজ
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"
— কবিতাংশটি হেলাল হাফিজ রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা থেকে নেওয়া।
হেলাল হাফিজ:
-
জন্ম: ১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোনা।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকায় সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
-
তাঁর লেখা ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ বাংলা কবিতায় ব্যতিক্রমী অবদান হিসেবে স্বীকৃত।
‘যে জলে আগুন জ্বলে’ গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
নিষিদ্ধ সম্পাদকীয় (যেখান থেকে উক্ত বিখ্যাত পঙ্ক্তি উদ্ধৃত হয়েছে)।
তাঁর কাব্যগ্রন্থসমূহ:
-
যে জলে আগুন জ্বলে
-
কবিতা ৭১
-
বেদনাকে বলেছি কেঁদোনা

0
Updated: 4 weeks ago
'কুমুদিনী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 3 weeks ago
A
ঘরে বাইরে
B
যোগাযোগ
C
গোরা
D
রাজর্ষি
• 'যোগাযোগ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
‘শেষ বড় কবি’ বলা হয় কাকে?
Created: 1 month ago
A
কোরেশী মাগনঠাকুর
B
ভারতচন্দ্র রায়গুণাকর
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
শাহ মুহম্মদ সগীর
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তিনি মধ্যযুগের ‘শেষ বড় কবি’ হিসেবে পরিচিত এবং তাঁকে নাগরিক কবিও বলা হয়। ভারতচন্দ্র বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্ঠ রচনা হলো ‘অন্নদামঙ্গল’, যা তিনি ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয় অংশ ‘বিদ্যাসুন্দর’ নামে পরিচিত।
-
‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ
-
অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য: অন্নদামঙ্গল অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ
-
অন্য উল্লেখযোগ্য গ্রন্থ: সত্যনারায়ণের পাঁচালী

0
Updated: 1 month ago