‘মহুয়া’ পালার রচয়িতা কে?
A
দ্বিজ ঈশান
B
মনসুর বয়াতি
C
দ্বিজ কানাই
D
নয়ানচাঁদ ঘোষ
উত্তরের বিবরণ
ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়,
যেমন:
- মহুয়া-দ্বিজ কানাই,
- চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
- কমলা- দ্বিজ ঈশান,
- দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 1 month ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:

0
Updated: 1 month ago
নিচের কোনটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
Created: 1 month ago
A
মড়া দাহ
B
শব পোড়া
C
শবদাহ
D
শবমড়া
বাখ্যা:
গুরুচণ্ডালী দোষ ঘটে তখন, যখন তৎসম শব্দ ও দেশীয় শব্দ একত্রে ব্যবহার করা হয়। এতে শব্দশুদ্ধতার ব্যাঘাত ঘটে।
উদাহরণ:
-
শবদাহ → বিশুদ্ধ (তৎসম শব্দের সঙ্গে তৎসম শব্দ)
-
শবপোড়া → দোষযুক্ত (তৎসম “শব” + দেশীয় “পোড়া”)
-
মড়াপোড়া → বিশুদ্ধ (দেশীয় শব্দের সঙ্গে দেশীয় শব্দ)
-
মড়াদাহ → দোষযুক্ত (দেশীয় “মড়া” + তৎসম “দাহ”)
অতএব, শবদাহ গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ, কারণ এটি কেবল তৎসম শব্দ দ্বারা গঠিত।

0
Updated: 1 month ago
‘মধুমালতী’ কাব্যের রচয়িতা কে?
Created: 2 months ago
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ
C
মুহম্মদ কবীর
D
আলাওল
‘মধুমালতী’ কাব্য
মুহম্মদ কবীর হিন্দি কবি মনঝনের মধুমালত্ বা সাধনের মৈনাসত্ কাব্যের অনুসরণে বাংলা ‘মধুমালতী’ কাব্য রচনা করেন। এর রচনাকাল ১৫৮৮ খ্রিষ্টাব্দ এবং কাহিনিটি ভারতীয় উৎসের।
এই কাব্যে রাজপুত্র মনোহর ও রাজকন্যা মধুমালতীর রূপকথাসুলভ রোম্যান্টিক প্রেমকাহিনি বর্ণিত হয়েছে। মূল কাব্যটি ছিল অধ্যাত্ম রসাত্মক, তবে বাংলা অনুবাদে এটি আদি রসাত্মক কাব্যে পরিণত হয়েছে।
তৎকালে কাব্যটি এত জনপ্রিয় হয়েছিল যে, কবীরের পরবর্তী আরও ছয়জন কবি একই নামে কাব্য রচনা করেন। তবে তাদের মধ্যে একমাত্র সৈয়দ হামজা ব্যতীত অন্য কারও কাব্য শিল্পমান অর্জন করতে পারেনি; আবার সৈয়দ হামজার কাব্যও কবীরের কাব্যের মতো সার্থক হয়নি।

0
Updated: 2 months ago