A
নদী
B
সাগর
C
হ্রদ
D
বৃষ্টিপাত
উত্তরের বিবরণ
মৃদু পানির প্রধান উৎস
মৃদু বা মিষ্টি পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি। অন্যদিকে, সাগরের পানি লবণযুক্ত হওয়ায় এটি মৃদু পানির উৎস নয়। নদী, খাল, বিল ইত্যাদির পানি যদিও মৃদু, তবুও এগুলো মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
এন্টিবায়োটিকের কাজ-
Created: 2 weeks ago
A
রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
B
জীবাণু ধ্বংস করা
C
ভাইরাস ধ্বংস করা
D
দ্রুত রোগ নিরাময় করা
এন্টিবায়োটিক
-
এন্টিবায়োটিক এমন এক ধরনের ঔষধি উপাদান যা সাধারণত ব্যাকটেরিয়া বা ছত্রাক (ফাঙ্গাস) থেকে তৈরি হয়।
-
এর কাজ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাককে ধ্বংস করা অথবা তাদের বৃদ্ধি থামিয়ে দেওয়া।
-
তবে মনে রাখতে হবে—এন্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের ক্ষেত্রে একেবারেই কার্যকর নয়।
এন্টিবায়োটিকের ক্ষতিকর দিক
১. এন্টিবায়োটিক অতি মাত্রায় ব্যবহার করলে শরীরে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়, যা স্থূলতার ঝুঁকি বাড়ায়।
২. এটি অন্ত্রে থাকা অনেক উপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এর ফলে হজমে সমস্যা দেখা দিতে পারে এবং অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা কমে গিয়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ক্ষতিকর দিক এড়াতে করণীয়
১) সাধারণ রোগে ভুগলেই নিজে থেকে এন্টিবায়োটিক খাওয়া উচিত নয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২) ডাক্তারের নির্দেশ মতো সঠিক ডোজ ও নির্দিষ্ট সময় পর্যন্ত এন্টিবায়োটিক সেবন করতে হবে।
৩) প্রেসক্রিপশনে কোন ঔষধ কেন দেয়া হয়েছে সে সম্পর্কে চিকিৎসকের কাছ থেকে জেনে নেয়া ভালো।
৪) মেয়াদোত্তীর্ণ এন্টিবায়োটিক কখনোই খাওয়া উচিত নয়।
উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 weeks ago
PH হলো-
Created: 1 week ago
A
এসিড নির্দেশক
B
এসিড ও ক্ষার নির্দেশক
C
ক্ষার নির্দেশক
D
এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
pH স্কেল ও তার ব্যবহার
-
কোনো পদার্থ অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ কি তা বোঝার জন্য সাধারণত নির্দেশক ব্যবহার করা হয়। তবে, দ্রবণ কতটা অম্লীয় বা ক্ষারীয় তা নির্ধারণের জন্য ১৯১৯ সালে বিজ্ঞানী সোরেনসেন pH স্কেল উদ্ভাবন করেন।
-
pH স্কেল ব্যবহার করে সহজে জানা যায় যে কোনো দ্রবণ অম্লীয়, ক্ষারীয়, না নিরপেক্ষ।
-
pH মূলত দ্রবণের হাইড্রোজেন আয়ন (H⁺) ঘনত্বকে প্রকাশ করে।
-
কোনো দ্রবণের pH গণনা করা হয় হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম হিসেবে:
-
pH মান মাপার জন্য pH মিটার ব্যবহার করা হয়, যা সরাসরি pH স্কেল দেখায়।
-
সাধারণত দ্রবণের pH 0 থেকে 14 পর্যন্ত থাকে।
-
যদি pH < 7 হয়, দ্রবণটি অম্লীয়।
-
যদি pH > 7 হয়, দ্রবণটি ক্ষারীয়।
-
যদি pH = 7 হয়, দ্রবণটি নিরপেক্ষ।
-
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-
Created: 1 week ago
A
যুক্ত অবস্থার চাইতে কম
B
যুক্ত অবস্থার চাইতে অধিক
C
যুক্ত অবস্থার সমান
D
কোনোটিই সঠিক নয়
পরমাণুর কেন্দ্র হলো শক্তির ভাণ্ডার। যখন একটি পরমাণু “যুক্ত অবস্থায়” থাকে, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো একত্রিত ও স্থিতিশীল অবস্থায় থাকে, তখন এটি সবচেয়ে স্থিতিশীল অবস্থায় থাকে। এই অবস্থায় পরমাণুর ভেতরের আকর্ষণ শক্তি কাজ করে, যা পরমাণুকে দৃঢ়ভাবে ধরে রাখে।
অন্যদিকে, “বিচ্ছিন্ন অবস্থায়” বা অযৌগিক অবস্থায়, পরমাণুর কণিকাগুলো (প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন) একে অপর থেকে আলাদা থাকে। এই অবস্থায় তাদের মধ্যে কোনো আকর্ষণ শক্তি কাজ করে না। ফলে পরমাণুর শক্তির পরিমাণ বেশি থাকে, কারণ যুক্ত অবস্থায় কণিকাগুলো একত্রিত থাকার কারণে কিছু শক্তি কমে যায়।
সংক্ষেপে: বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার তুলনায় বেশি।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago