A
ভাত
B
গরুর মাংস
C
মসুর ডাল
D
ময়দা
উত্তরের বিবরণ
ডাল প্রোটিনে সমৃদ্ধ একটি খাবার। যদিও গরুর মাংসেও প্রোটিন থাকে, সেখানে চর্বির পরিমাণ বেশি থাকায় ডাল তুলনামূলকভাবে বেশি প্রোটিন সাপ্লাই করে। উদাহরণস্বরূপ, প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রায় ২৫.১ গ্রাম প্রোটিন থাকে, যেখানে গরুর মাংসে প্রায় ২২.৬ গ্রাম প্রোটিন থাকে।
সরকারের কৃষি তথ্য সার্ভিস (AIS) অনুযায়ী, বিভিন্ন খাবারে প্রোটিনের আনুমানিক পরিমাণ হলো:
-
ডাল বীজ: ২০–২৫%
-
লাল মাংস: ১২–১৬%
-
মাছ: ১৮–২৫%
-
মুরগির মাংস: ২০–২৫%
উৎস: ais.gov.bd

0
Updated: 1 week ago
সুনামির (Tsunami) কারণ হলো-
Created: 4 weeks ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্র তলদেশের ভূমিকম্প
সুনামির কারণ হলো সমুদ্রের নিচে ভূমিকম্প হওয়া।
-
"সুনামি" শব্দটি জাপানি, যার অর্থ "বন্দরের ঢেউ" (tsu = বন্দর, nami = ঢেউ)।
-
এটি তখনই ঘটে, যখন সমুদ্রতলের নিচে খুব শক্তিশালী ভূমিকম্প হয়।
-
ভূমিকম্পের ফলে পানিতে বড় ঢেউ সৃষ্টি হয়, যেটি তীরবর্তী অঞ্চলে দ্রুত আঘাত হানে।
-
প্রথম সুনামির তথ্য ইতিহাসে পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ সালে।
উৎস: ভূগোল – ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 weeks ago
আকাশে বিদ্যুৎ চমকায় -
Created: 2 weeks ago
A
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
B
দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
C
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
D
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
যখন আকাশে মেঘের মধ্যে প্রচুর পানি ও বরফ কণা থাকে, তখন সেখানে চার্জ জমে।
যদি ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত মেঘ একে অপরের কাছে আসে, তবে আকর্ষণের কারণে চার্জ দ্রুত এক মেঘ থেকে অন্য মেঘে চলে যায়।
এই দ্রুত চার্জের চলাচলের সময় যে তীব্র আলো দেখা যায়, তাকে আমরা বিজলী চমকানো বলি।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
Created: 5 days ago
A
ডিজেল
B
পেট্রোল
C
অকটেন
D
সিএনজি
ডিজেল পোড়ালে বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) তৈরি হয়। তবে মনে রাখতে হবে, ডিজেল দহনের সময় সবচেয়ে বেশি নির্গত হয় কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
যদি ডিজেলে সালফারের পরিমাণ বেশি থাকে, তবে তার জারণ প্রক্রিয়ায় বেশি সালফার অক্সাইড নির্গত হবে। আর যদি সালফার কম থাকে, তবে তুলনামূলক কম সালফার ডাই-অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ, নির্গত সালফার ডাই-অক্সাইডের পরিমাণ সরাসরি নির্ভর করে ডিজেলে উপস্থিত সালফারের ওপর।
অন্যদিকে, ডিজেল যেহেতু একটি হাইড্রোকার্বন জ্বালানি, তাই এর দহনে সবসময় কার্বন ডাই-অক্সাইড (CO₂) ও পানি (H₂O) উৎপন্ন হয়। আসলে সব ধরনের হাইড্রোকার্বনের দহনে এই দুটি পদার্থই তৈরি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের Energy Information Administration (EIA)–এর তথ্য অনুযায়ী,
২০১৮ সালে শুধু ডিজেল পোড়ানোর কারণেই প্রায় ৪৬১ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছিল। এটি ছিল ঐ বছরের যুক্তরাষ্ট্রের মোট CO₂ নিঃসরণের প্রায় ৯%।
উৎস: doe.portal.gov.bd & U.S. Energy Information Administration (EIA) Websites.

0
Updated: 5 days ago