A
জুওলজী
B
বায়োলজী
C
ইভোলিউশন
D
জেনেটিক্স
উত্তরের বিবরণ
জেনেটিক্স (Genetics)
পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি (Heredity) বলা হয়। এই প্রক্রিয়া ও বিষয়বস্তু নিয়ে যে জীববিজ্ঞানের শাখা গবেষণা করে তাকে বংশগতিবিদ্যা (Genetics) বলা হয়।
জুওলজি (Zoology)
জীববিজ্ঞানের সেই শাখা যা প্রাণীজগতের অধ্যয়ন করে। এর মধ্যে রয়েছে পৃথক প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য, তাদের অংশ, জনসংখ্যা, এবং প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের সাথে তাদের সম্পর্ক।
বায়োলজি (Biology)
জীব ও তাদের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া অধ্যয়ন করাই জীববিজ্ঞানের মূল লক্ষ্য।
ইভোলিউশন (Evolution)
ইভোলিউশন বলতে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে সরল জীবন থেকে জটিল এবং উন্নত প্রাণীর উদ্ভবকে বোঝায়।
-
শব্দটি এসেছে ল্যাটিন ‘Evolveri’ থেকে।
-
প্রথম ব্যবহার করেছিলেন ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেনসার (Herbert Spencer)।
-
আধুনিক বিজ্ঞান অনুযায়ী, ইভোলিউশন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকার কোনো প্রজাতির জিনের (অ্যালিল) ফ্রিকোয়েন্সি পরিবর্তন।
-
এক জিন একাধিক রূপে থাকতে পারে, এই ভিন্ন রূপগুলোকে বলা হয় অ্যালিল।
-
কার্টিস বার্নস (1989) এর সংজ্ঞা অনুযায়ী, বিবর্তন মূলত জিনের ফ্রিকোয়েন্সির পরিবর্তন।
উৎস: জীবিবিজ্ঞান, নবম-দশম শ্রেণী

0
Updated: 1 week ago
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
Created: 1 week ago
A
নদী
B
সাগর
C
হ্রদ
D
বৃষ্টিপাত
মৃদু পানির প্রধান উৎস
মৃদু বা মিষ্টি পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি। অন্যদিকে, সাগরের পানি লবণযুক্ত হওয়ায় এটি মৃদু পানির উৎস নয়। নদী, খাল, বিল ইত্যাদির পানি যদিও মৃদু, তবুও এগুলো মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
সোডিয়াম
B
পটাসিয়াম
C
ম্যাগনেসিয়াম
D
জিংক
পারমাণবিক চুল্লি:
- নিউক্লিয়ার রিয়্যাক্টর (Nuclear Reactor) বা পারমাণবিক চুল্লি মূলত এক প্রকার তাপীয় যন্ত্র।
- পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া ব্যবহার করা হয়।
- পারমাণবিক চুল্লিতে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম-২৩৫)-এর শৃঙ্খল বিক্রিয়া (chain reaction) ঘটিয়ে অত্যধিক তাপ শক্তি উৎপাদন করা হয়।
- মূলত ইউরেনিয়াম-২৩৫ (U-235) কে নিউট্রন দ্বারা আঘাত করলে নিউক্লিয়ার বিভাজনের (Nuclear Fission) মাধ্যমে পারমাণবিক চুল্লির মধ্যে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়।
- পারমাণবিক চুল্লি বিদ্যুৎ শক্তি উৎপাদন, চিকিৎসা বিজ্ঞান, পারমাণবিক অস্ত্র তৈরীসহ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়।
উল্লেখ্য,
- পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহকরূপে হিসাবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।
অন্যদিকে,
- জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ও মডারেটর হিসাবে হাইড্রোজেন ব্যবহৃত হয়।
- হাইড্রোজেন পরমাণু খুবই হালকা হওয়ায় মডারেটর হিসেবে রিয়্যাক্টরে হাইড্রোজেন পরমাণুকেই বেশি ব্যবহার করা হয়। এছাড়া মডারেটর হিসেবে পরিষ্কার গ্রাফাইট, সাধারণ হালকা পানি, ভারী পানি ইত্যাদিও ব্যবহার করা হয়।
উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং IAEA ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
এনজিওপ্লাস্টি হচ্ছে-
Created: 4 weeks ago
A
হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
B
হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
C
হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
D
হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
এনজিওপ্লাস্টি
এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
এনজিও (Angio) শব্দের অর্থ হল রক্তনালী এবং প্লাস্টি (Plasty) শব্দের অর্থ হল ঢিলা করে দেওয়া।
- এই পদ্ধতিতে হৃৎপিন্ডের রক্তনালীর মধ্যের চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্থ বা ঢিলা করে দেওয়া হয়।
- যে পথে এনজিওগ্রাম করা হয়েছিল সেই একই পথে ক্যাথেটারের সংগে বেলুন প্রবেশ করানো হয়।
- তারপর ওই বেলুন ফুলিয়ে করনারী ধমনীর সরু অংশকে প্রশস্থ করা হয়।
- এতে করে ধমনীর ভেতরের রক্তের প্রবাহ স্বাভাবিক হয়।
- ধমনীর এই প্রশস্থতা ধরে রাখতে রিং বসানো হয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago