প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
A
জুওলজী
B
বায়োলজী
C
ইভোলিউশন
D
জেনেটিক্স
উত্তরের বিবরণ
জেনেটিক্স (Genetics)
পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি (Heredity) বলা হয়। এই প্রক্রিয়া ও বিষয়বস্তু নিয়ে যে জীববিজ্ঞানের শাখা গবেষণা করে তাকে বংশগতিবিদ্যা (Genetics) বলা হয়।
জুওলজি (Zoology)
জীববিজ্ঞানের সেই শাখা যা প্রাণীজগতের অধ্যয়ন করে। এর মধ্যে রয়েছে পৃথক প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য, তাদের অংশ, জনসংখ্যা, এবং প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের সাথে তাদের সম্পর্ক।
বায়োলজি (Biology)
জীব ও তাদের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া অধ্যয়ন করাই জীববিজ্ঞানের মূল লক্ষ্য।
ইভোলিউশন (Evolution)
ইভোলিউশন বলতে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে সরল জীবন থেকে জটিল এবং উন্নত প্রাণীর উদ্ভবকে বোঝায়।
-
শব্দটি এসেছে ল্যাটিন ‘Evolveri’ থেকে।
-
প্রথম ব্যবহার করেছিলেন ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেনসার (Herbert Spencer)।
-
আধুনিক বিজ্ঞান অনুযায়ী, ইভোলিউশন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকার কোনো প্রজাতির জিনের (অ্যালিল) ফ্রিকোয়েন্সি পরিবর্তন।
-
এক জিন একাধিক রূপে থাকতে পারে, এই ভিন্ন রূপগুলোকে বলা হয় অ্যালিল।
-
কার্টিস বার্নস (1989) এর সংজ্ঞা অনুযায়ী, বিবর্তন মূলত জিনের ফ্রিকোয়েন্সির পরিবর্তন।
উৎস: জীবিবিজ্ঞান, নবম-দশম শ্রেণী

0
Updated: 1 month ago
পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
Created: 2 months ago
A
লোহা
B
সিলিকন
C
পারদ
D
তামা
পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাওয়া ধাতুটি হলো অ্যালুমিনিয়াম।
ভূপৃষ্ঠে বিভিন্ন ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি (প্রায় ৮.১%), এরপর রয়েছে লোহা (প্রায় ৫%) এবং ক্যালসিয়াম (প্রায় ৩.৬%)।
অ্যালুমিনিয়াম সাধারণত অন্যান্য মৌলিক পদার্থের সঙ্গে মিশে যৌগ তৈরি করে থাকে। এই যৌগগুলোকে অ্যালুমিনিয়ামের আকরিক বলা হয়। যেমন: বক্সাইট, ক্রায়োলাইট ও কোরানডাম।
তবে যদি কোনো প্রশ্নে অ্যালুমিনিয়াম অপশনে না থাকে, তাহলে পরবর্তী সর্বাধিক প্রচলিত ধাতু হিসেবে লোহা-কেই সঠিক উত্তর হিসেবে ধরা হবে।
তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
পেট্রোলিয়াম
B
অক্সিজেন
C
ইউরেনিয়াম-২৩৫
D
হাইড্রোজেন
পারমাণবিক চুল্লিতে তাপ সরানোর (ঠান্ডা রাখার) জন্য তরল সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, কারণ এটি খুব ভালোভাবে তাপ পরিবহন করতে পারে। তবে এটি অবশ্যই বিশুদ্ধ থাকতে হয়, যাতে চুল্লির ভেতরের ধাতব যন্ত্রাংশের সঙ্গে প্রতিক্রিয়া না করে।
অন্যদিকে, এই চুল্লিতে জ্বালানির কাজ করে ইউরেনিয়াম এবং নিউট্রনের গতি কমিয়ে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় গ্রাফাইট, যেটিকে বলা হয় ‘মডারেটর’।

0
Updated: 2 months ago
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
তামা
B
নাইক্রোম
C
স্টেনিয়াম
D
প্লাটিনাম
নাইক্রোম তার
-
নাইক্রোম হলো এক ধরনের তার, যেটা অনেক বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার করা হয়, যেমন হিটার, ইস্ত্রি ইত্যাদি।
-
বৈদ্যুতিক হিটারের ভিতরে একটি গোল চাকতির মতো জিনিস থাকে, যা বিদ্যুৎ না চললে ঠান্ডা থাকে।
-
এই চাকতির ওপর নাইক্রোম তার পেঁচিয়ে রাখা হয়।
-
যখন বিদ্যুৎ চালানো হয়, তখন নাইক্রোম তার গরম হয়ে যায় এবং তাপ ছড়ায়।
-
ইস্ত্রির ভেতরেও এমন নাইক্রোম তার থাকে, যা নিচের লৌহের পাতাটিকে গরম করে তোলে।
-
এই তাপ বিদ্যুৎ প্রবাহের ওপর নির্ভর করে — যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তত বেশি গরম হয় ইস্ত্রি বা হিটার।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago