'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।

0
Updated: 1 month ago
জৈগুনের পুঁথি' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
ফকির গরীবুল্লাহ
B
সৈয়দ হামজা
C
শেখ ফয়জুল্লাহ
D
আমীর হামজা
সৈয়দ হামজা :
- সৈয়দ হামজা পুঁথি সাহিত্য ধারার অন্যতম কবি।
তাঁর গ্রন্থসমূহ হলো:
- জৈগুনের পুঁথি,
- হাতেম তাই ও
- আমির হামজা (দ্বিতীয় অংশ)।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
জ্বলো চিতাবাঘ
B
অলৌকিক ইস্টিমার
C
বিমুখ প্রান্তর
D
আগুনপাখি
হুমায়ুন আজাদ
-
তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
-
জন্ম: ১৯৪৭ সালের ২৮ এপ্রিল, বিক্রমপুরের রাড়িখাল।
-
সাহিত্য জীবনের সূচনা: ১৯৭৩ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: ১৯৮৩ সালে প্রকাশিত ‘জ্বলো চিতাবাঘ’।
কাব্যগ্রন্থসমূহ
-
অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ)
-
জ্বলো চিতাবাঘ (দ্বিতীয় কাব্যগ্রন্থ)
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
উপন্যাসসমূহ
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
-
সবকিছু ভেঙে পড়ে
-
মানুষ হিসেবে আমার অপরাধসমূহ
-
রাজনীতিবিদগণ
-
পাক সার জমিন সাদ বাদ
অন্যদিকে
-
‘বিমুখ প্রান্তর’ হচ্ছে হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ।
-
‘আগুনপাখি’ হচ্ছে হাসান আজিজুল হকের একটি উপন্যাস।

0
Updated: 2 weeks ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন না?
Created: 1 month ago
A
সংবাদ সাধুরঞ্জন
B
সংবাদ রত্নাবলী
C
পাষণ্ডপীড়ন
D
সমাচার দর্পণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন না।
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগসন্ধিকালীন কবি, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগ রচনা করেছিলেন।
- তাঁর ছদ্মনাম ছিল ‘ভ্রমণকারী বন্ধু’।
- তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’-এর সম্পাদক ছিলেন।
- এছাড়া তিনি সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন নামক পত্রিকাও সম্পাদনা করেন।
- তাঁর অন্যতম কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা, যা বাংলা সাহিত্য ইতিহাসে বিশেষ অবদান হিসেবে বিবেচিত।
অন্যদিকে, সমাচার দর্পণ হচ্ছে ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা।

0
Updated: 1 month ago