A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।

0
Updated: 1 week ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
২৫. ৩৩ বিলিয়ন ডলার
B
২৭. ৩৩ বিলিয়ন ডলার
C
৩০. ৩৩ বিলিয়ন ডলার
D
৩৫. ৩৩ বিলিয়ন ডলার
২০২৪–২৫ অর্থবছরের প্রবাসী আয় ও রপ্তানি
-
প্রবাসী আয়:
-
উৎস: বাংলাদেশ ব্যাংক
-
মোট আয়: প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলার
-
এতো প্রবাসী আয় দেশে আগে কোনো অর্থবছরে আসেনি।
-
আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি: ৬.৪২ বিলিয়ন ডলার (২৬.৮%)
-
জুন মাসের আয়: ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩০ জুন একদিনে এসেছে ১১.৩ মিলিয়ন ডলার
-
বৃদ্ধির কারণ: হুন্ডি রোধে কঠোর অবস্থান, বৈধ রেমিট্যান্স প্রণোদনা, রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করা ইত্যাদি
-
-
পণ্য রপ্তানি:
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
-
২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি: ৪,৮২৮ কোটি ডলার
-
বৃদ্ধি: আগের অর্থবছরের তুলনায় ৮.৫৮%
-
২০২৩–২৪ অর্থবছরের রপ্তানি: ৪,৪৪৭ কোটি ডলার
-
-
উল্লেখযোগ্য: প্রবাসী আয় ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থা শক্তিশালী করতে সহায়ক।

0
Updated: 2 weeks ago
‘মহুয়া’ পালার রচয়িতা কে?
Created: 1 week ago
A
দ্বিজ ঈশান
B
মনসুর বয়াতি
C
দ্বিজ কানাই
D
নয়ানচাঁদ ঘোষ
ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়,
যেমন:
- মহুয়া-দ্বিজ কানাই,
- চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
- কমলা- দ্বিজ ঈশান,
- দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 1 week ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-

0
Updated: 1 week ago