মধ্যযুগের সাহিত্য 'জ্ঞানপ্রদীপ' রচনা করেন কে?
A
ফকির গরিবুল্লাহ
B
সৈয়দ সুলতান
C
শাহ মুহাম্মদ সগীর
D
সৈয়দ হামজা
উত্তরের বিবরণ
সৈয়দ সুলতান
-
বাসস্থান: চট্টগ্রামের চক্রশালা চাকলার অধীন পটিয়া গ্রাম।
-
তাঁর শিষ্য ছিলেন মুহম্মদ খান (মক্তুল হুসেন কাব্যের রচয়িতা)।
-
তিনি মূলত কাহিনীকাব্য ও শাস্ত্রকাব্য রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য
-
নবীবংশ
-
জ্ঞানপ্রদীপ
-
জ্ঞানচৌতিশা
-
শব-ই-মিরাজ
-
ওফাত-উ-রসুল
-
জয়কুম রাজার লড়াই
📖 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ভুল বানান কোনটি?
Created: 1 month ago
A
নতিপত্র
B
মুহূর্ত
C
সর্বস্বান্ত
D
ত্রিনয়ন
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’নতিপত্র’ শব্দটি অশুদ্ধ এবং এর শুদ্ধ রূপ হলো নথিপত্র।
অর্থ:
-
কোনো বিষয়ে একসঙ্গে সংরক্ষিত কাগজপত্র; দলিল বা দস্তাবেজ।
উৎস:

0
Updated: 1 month ago
'সংস্কৃতির সংকট' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বদরুদ্দীন উমর
C
ড. আহমদ শরীফ
D
কাজী মোতাহার হোসেন
বদরুদ্দীন উমর
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
পেশা: অধ্যাপক ও রাজনীতিক
-
সম্পাদনা: ‘সংস্কৃতি’ সাময়িকী
প্রকাশিত প্রধান গ্রন্থসমূহ
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
সংস্কৃত ভাষায় চৈতন্যদেবের জীবনী কাব্য রচনা করেন কে?
Created: 3 weeks ago
A
বৃন্দাবন দাস
B
মুরারি গুপ্ত
C
লোচন দাস
D
কৃষ্ণদাস কবিরাজ
চৈতন্যদেবের জীবনী কাব্য
চৈতন্যদেবের জীবনী বাংলা ও সংস্কৃত ভাষায় বিভিন্ন কাব্যগ্রন্থে রচিত হয়েছে।
-
প্রথম জীবনী লেখক (সংস্কৃত)
-
মুরারি গুপ্ত – কৃতিত্বের অধিকারী।
-
কাব্যের নাম: শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম, সাধারণভাবে পরিচিত মুরারি গুপ্তের কড়চা।
-
-
বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য
-
বৃন্দাবন দাস – কাব্যটির নাম প্রথমে চৈতন্যামঙ্গল, পরে ভাগবতের প্রভাব ও লীলা পর্যায় দেখে নামকরণ করা হয় চৈতন্যভাগবত।
-
সম্ভাব্য রচনাকাল: ১৫৪৮ খ্রিষ্টাব্দ।
-
-
বাংলা ভাষার দ্বিতীয় জীবনী কাব্য
-
লোচন দাস – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-
-
বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল জীবনী কাব্য
-
কৃষ্ণদাস কবিরাজ – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-

0
Updated: 3 weeks ago