A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
উত্তরের বিবরণ
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।

0
Updated: 1 week ago
বিদ্যাপতি কোন রাজ্যের রাজসভার কবি ছিলেন?
Created: 1 week ago
A
রোসাঙ্গ
B
আরাকান
C
মিথিলা
D
গৌড়
বিদ্যাপতি (কবি)
-
কাল ও স্থিতি: পঞ্চদশ শতকের কবি, মিথিলার রাজসভায় কর্মরত
-
রাজার সান্নিধ্য: মিথিলার রাজা শিবসিংহের প্রিয় কবি
-
উপাধি: কবিকন্ঠহার
-
খ্যাতি: মৈথিল কোকিল
-
কোকিলের সুললিত সুরের মতো মৈথিলি ভাষায় পদাবলি ও গীতিকবিতা রচনা
-
-
ধারা: বৈষ্ণব কবি, পদসঙ্গীত ধারার রূপকার
-
স্রেষ্ঠ কীর্তি: ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মাহমুদুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?
Created: 1 week ago
A
দ্বিতীয় দিনের কাহিনী
B
নেকড়ে অরণ্য
C
ওঙ্কার
D
জীবন আমার বোন
'জীবন আমার বোন' উপন্যাস:
- মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস 'জীবন আমার বোন'।
- বরাবরই মধ্যবিত্তের জীবনসংগ্রাম, তাদের দ্বিধাগ্রস্ততা, অপূর্ণতা আর সুবিধাবাদী চরিত্র অসাধারণভাবে এঁকেছেন এই শিল্পী তাঁর প্রতিটি উপন্যাসে।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহেদুল করিমের মধ্যবিত্তীয় সুবিধাবাদী মানসিকতার পাশাপাশি যুদ্ধের নানা বাস্তবতায় নিজের বোঝাপড়াও লেখক তুলে ধরেন পাঠকের সামনে।
- লেখকের অসামান্য উপস্থাপনা, ভাষার কাব্যিক ব্যঞ্জনায় ছোট্ট, হৃদয়গ্রাহী উপন্যাসটি যতই পড়া যায় ততই বিষমবেদনায় ভারাক্রান্ত করে।
অন্যদিকে,
- 'দ্বিতীয় দিনের কাহিনী' সৈয়দ শামসুল হকের উপন্যাস।
- 'নেকড়ে অরণ্য' শওকত ওসমানের উপন্যাস।
- 'ওঙ্কার' আহমদ ছফার উপন্যাস।

0
Updated: 1 week ago
আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
Created: 2 weeks ago
A
তুরস্ক
B
রাশিয়া
C
ইরান
D
পাকিস্তান
তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি
-
বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
-
স্বীকৃতি প্রদানের প্রক্রিয়ায় আফগানিস্তানে নিযুক্ত তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করা হয়।
-
এর মাধ্যমে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রথম দেশ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
-
চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তান zwar কাবুলে দূতাবাস চালু রেখেছে, তবে তারা এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
প্রেক্ষাপট:
-
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল।
-
২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল।
-
তবে ২০২৫ সালের এপ্রিল মাসে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়, এবং এর পর থেকেই মস্কো ও তালেবানের সম্পর্ক জোরদার হয়।

0
Updated: 2 weeks ago