'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া?
A
কাবুলিওয়ালা
B
পোস্টমাস্টার
C
নষ্টনীড়
D
জীবিত ও মৃত
উত্তরের বিবরণ
‘জীবিত ও মৃত’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
রচনাকাল: ১৮৯২ খ্রি.
-
বাংলা ছোটগল্প; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
-
অন্তর্ভুক্ত: ‘গল্পগুচ্ছ’।
-
বৈশিষ্ট্য:
-
অতিপ্রাকৃত গল্প ও ব্যঙ্গাত্মক উপমার মিশ্রণ।
-
যদিও এটি নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
-
-
প্রধান চরিত্র: কাদম্বিনী।
-
কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃতভাবে চিত্রিত।
-
জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকার রহস্যই গল্পের মূল বিষয়।
-
-
উল্লেখযোগ্য উক্তি:
“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।”

0
Updated: 1 month ago
'শ্রীকৃষ্ণকীর্তন' কে আবিষ্কার করেন?
Created: 3 weeks ago
A
হরপ্রসাদ শাস্ত্রী
B
বসন্তকুমার রায়
C
দেবেন্দ্র মুখোপাধ্যায়
D
কোনোটিই নয়
শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এ গ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

0
Updated: 3 weeks ago
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয় কবে?
Created: 2 months ago
A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।

0
Updated: 2 months ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
২৫. ৩৩ বিলিয়ন ডলার
B
২৭. ৩৩ বিলিয়ন ডলার
C
৩০. ৩৩ বিলিয়ন ডলার
D
৩৫. ৩৩ বিলিয়ন ডলার
২০২৪–২৫ অর্থবছরের প্রবাসী আয় ও রপ্তানি
-
প্রবাসী আয়:
-
উৎস: বাংলাদেশ ব্যাংক
-
মোট আয়: প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলার
-
এতো প্রবাসী আয় দেশে আগে কোনো অর্থবছরে আসেনি।
-
আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি: ৬.৪২ বিলিয়ন ডলার (২৬.৮%)
-
জুন মাসের আয়: ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩০ জুন একদিনে এসেছে ১১.৩ মিলিয়ন ডলার
-
বৃদ্ধির কারণ: হুন্ডি রোধে কঠোর অবস্থান, বৈধ রেমিট্যান্স প্রণোদনা, রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করা ইত্যাদি
-
-
পণ্য রপ্তানি:
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
-
২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি: ৪,৮২৮ কোটি ডলার
-
বৃদ্ধি: আগের অর্থবছরের তুলনায় ৮.৫৮%
-
২০২৩–২৪ অর্থবছরের রপ্তানি: ৪,৪৪৭ কোটি ডলার
-
-
উল্লেখযোগ্য: প্রবাসী আয় ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থা শক্তিশালী করতে সহায়ক।

0
Updated: 2 months ago