A
ষোলো শতক
B
সতের শতক
C
পনের শতক
D
আঠার শতক
উত্তরের বিবরণ
ভারতচন্দ্র রায়গুণাকর
-
জীবনকাল: ১৭১২ – ১৭৬০ খ্রি.
-
তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
-
মধ্যযুগের শেষ মহান কবি; তাঁকে ‘নাগরিক কবি’ বলেও অভিহিত করা হয়।
-
শ্রেষ্ঠ সৃষ্টি: ‘অন্নদামঙ্গল’ (রচনাকাল: ১৭৫২-৫৩ খ্রি.)
-
এই কাব্যের দ্বিতীয় অংশ হলো ‘বিদ্যাসুন্দর’।
-
বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
-
অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন:
“অন্নদামঙ্গলকাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।”
-
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ‘সত্যনারায়ণের পাঁচালী’।

0
Updated: 1 week ago
কোনটি চন্দ্রাবতীর রচিত কাব্য?
Created: 1 week ago
A
মহুয়া
B
দস্যু কেনারামের পালা
C
কমলা
D
দেওয়ানা মদিনা
চন্দ্রাবতী:
- চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের ষোলো শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি।
- মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
- অপর দুইজন চণ্ডীদাস অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
- তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।
• চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো:
- মলুয়া
- দস্যু কেনারামের পালা
- রামায়ণ।
অন্যদিকে,
- মহুয়া-দ্বিজ কানাই,
- কমলা- দ্বিজ ঈশান,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।

0
Updated: 1 week ago
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন -
Created: 6 days ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
কোনটি অন্ধকার যুগের সাহিত্য?
Created: 1 week ago
A
সতীময়না ও লোরচন্দ্রানী
B
প্রাকৃতপৈঙ্গল
C
গুলে বকাওলী
D
মধুমালতী
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ (১২০১–১৩৫০)
-
কাল: ১২০১–১৩৫০ (দেড়’শ বছর)
-
নামকরণ: অন্ধকার যুগ বা তামস যুগ
-
বিশেষতা: সাহিত্য সৃষ্টির নিদর্শন খুব সীমিত, তবে সম্পূর্ণ শূন্য নয়
-
উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন:
-
প্রাকৃতপৈঙ্গল
-
রামাই পণ্ডিতের শূণ্যপূরাণ এবং এর অংশ নিরঞ্জনের রুষ্মা
-
সেক শুভোদয়া
-
-
মধ্যযুগের রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্যকর্ম:
-
সতীময়না ও লোরচন্দ্রানী
-
গুলে বকাওলী
-
মধুমালতী
-

0
Updated: 1 week ago