‘মন্দির ও মসজিদ’ গ্রন্থটি রচনা করেন কে?
A
ফররুখ আহমদ
B
কাজী নজরুল ইসলাম
C
কায়কোবাদ
D
মীর মশাররফ হোসেন
উত্তরের বিবরণ
‘মন্দির ও মসজিদ’
-
কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ।
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি।
-
অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রি.) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থসমূহ
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
-
মন্দির ও মসজিদ
-
আমি সৈনিক

0
Updated: 1 month ago
'সিরাজদ্দৌলা' ঐতিহাসিক নাটকটি কার রচনা?
Created: 3 weeks ago
A
সেলিম আল দীন
B
দীনবন্ধু মিত্র
C
রামনারায়ণ তর্করত্ন
D
গিরিশচন্দ্র ঘোষ
সিরাজদ্দৌলা নাটক ও গিরিশচন্দ্র ঘোষ
১. সিরাজদ্দৌলা
-
ধরণ: ঐতিহাসিক নাটক
-
রচয়িতা: গিরিশচন্দ্র ঘোষ
-
প্রকাশ: ১৯০৫
-
বৈশিষ্ট্য: নাটকে নবাব সিরাজদ্দৌলাকে নবজাগ্রত স্বদেশভক্তি ও সাহসিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
২. গিরিশচন্দ্র ঘোষ (১৮৪৪–১৯১২)
-
জন্ম: ১৮৪৪, ২৮ ফেব্রুয়ারি, বাগবাজার, কলকাতা
-
মৃত্যু: ৮ ফেব্রুয়ারি, ১৯১২, কলকাতা
-
পেশা ও অবদান: নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা
-
নাট্যসংস্থা: ১৮৭২ সালে প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ‘ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠা
-
নাট্যরচনা ও পরিচালনা: প্রায় ৪০ নাটক রচনা ও সমান সংখ্যক পরিচালনা
৩. গিরিশচন্দ্র ঘোষের নাটক শৈলী অনুযায়ী শ্রেণিবিভাগ
নাট্যধারা | উল্লেখযোগ্য নাটক |
---|---|
পৌরাণিক | রাবণবধ, সীতার বিদ্রোহ, লক্ষ্ণণ বর্জন, রামের বনবাস, সীতাহরণ, পাণ্ডব গৌরব |
রোম্যান্টিক | মুকুলমুঞ্জরা, আবু হোসেন |
ঐতিহাসিক | সিরাজদ্দৌলা, মীরকাশিম, ছত্রপতি শিবাজী, অশোক |
কৌতুক | হীরার ফুল, সপ্তমীতে বিসর্জন, বড়দিনের বখশিশ |

0
Updated: 3 weeks ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প

0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago