রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
উত্তরের বিবরণ
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী

0
Updated: 1 month ago
'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
Created: 1 month ago
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।

0
Updated: 1 month ago
হুমায়ুন আজাদের রচিত “সব কিছু নষ্টদের অধিকারে যাবে” কি ধরনের রচনা?
Created: 1 month ago
A
প্রবন্ধ
B
উপন্যাস
C
কবিতা
D
নাটক
হুমায়ুন আজাদের রচিত “সব কিছু নষ্টদের অধিকারে যাবে” এটি একটি কবিতা।
হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখালে জন্মগ্রহণ করেন।
- তার সাহিত্যজীবনের শুরু হয় কাব্যরচনার মাধ্যমে।
কবিতা:
- অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল, ইত্যাদি।
উপন্যাসসমূহ:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- সবকিছু ভেঙে পড়ে,
- রাজনীতিবিদগণ,
- পাক সার জমিন সাদ বাদ, ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিচের বিকল্পগুলো থেকে শুদ্ধ বানান বাছাই করুন-
Created: 2 weeks ago
A
অন্যমনষ্ক
B
সমিচীন
C
মনীষী
D
অপকর্শ
মনীষী হলো একটি বিশেষণ পদ এবং এটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। শব্দের গঠন হলো মনীষা + ইন্, যার অর্থ হলো তীক্ষ্ণধী, বিদ্বান বা প্রতিভাসম্পন্ন।
-
মনীষী (বিশেষণ)
-
সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত
-
প্রকৃতি প্রত্যয়: মনীষা + ইন্
-
অর্থ: তীক্ষ্ণধী, বিদ্বান, প্রতিভাসম্পন্ন
-
উদাহরণ: মনীষী ব্যক্তি মানে প্রতিভাসম্পন্ন বা জ্ঞানী ব্যক্তি
-
-
মনীষা
-
মনীষী(-ষিন্) বিশেষণ আকারে ব্যবহৃত
-
অর্থ: মনীষাসম্পন্ন, তীক্ষ্ণধী
-
-
সমীচীন (বিশেষণ)
-
সংস্কৃত শব্দ
-
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম
-
-
আরো কিছু শুদ্ধ বানান
-
অপকর্শ → শুদ্ধ: অপকর্ষ
-
অন্যমনষ্ক → শুদ্ধ: অন্যমনস্ক
-
অন্যপুর্বা → শুদ্ধ: অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → শুদ্ধ: জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → শুদ্ধ: প্রজ্বলিত
-
শ্বাশত → শুদ্ধ: শাশ্বত
-

0
Updated: 2 weeks ago