ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
A
অগ্ন্যাশয় হতে
B
প্যানক্রিয়াস হতে
C
লিভার হতে
D
পিটুইটারী গ্লান্ড হতে
উত্তরের বিবরণ
প্যানক্রিয়াস এর বাংলা অর্থ অগ্ন্যাশয়। তাই অপশনে ক) অগ্ন্যাশয় ও খ) প্যানক্রিয়াস দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
The term PC means-
Created: 1 month ago
A
Private Computer
B
Prime Computer
C
Personal Computer
D
Professional Computer
ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer):
- পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্টর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো।
- কিন্ত ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ (Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে।
- এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়।
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়।
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন।
- এজন্য এই কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়।
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
ফিটকিরিতে কত অণু পানি থাকে?
Created: 3 weeks ago
A
২৪
B
১৫
C
০৭
D
০৫
ফিটকিরি বা পটাশ অ্যালাম প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এন্টিসেপটিক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি রাসায়নিকভাবে অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফার এবং ২৪ অণু পানির যৌগ,
যার রাসায়নিক সংকেত [K2SO4.Al2(SO4)3.24H2O]। ফিটকিরি মূলত একটি দ্বি-লবণ, অর্থাৎ দুটি লবণ—পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের মিশ্রণ। এটি সাধারণত কঠিন অবস্থায় থাকে এবং সুনির্দিষ্ট আকৃতির কেলাস হিসেবে বাজারে পাওয়া যায়।
ফিটকিরির বৈশিষ্ট্য ও ব্যবহারসমূহ হলো-
• ফিটকিরি মানুষের কাছে পটাশ অ্যালাম নামে পরিচিত।
• এটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
• কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে, ফিটকিরি পানিতে ভিজিয়ে ক্ষতস্থানে ঘষে দেওয়া হয়।
• যেহেতু ফিটকিরি কঠিন অবস্থায় থাকে, তাই ক্ষতস্থানে লাগানোর আগে তা পানিতে দ্রবীভূত করা হয়।
• খাবার পানি বিশুদ্ধ বা জীবাণুমুক্ত করার জন্য পরিমাণমত ফিটকিরি ব্যবহার করা হয় এবং ঘণ্টাখানেক আগে পানি দিয়ে রাখা হয়।
• ফিটকিরি দ্রবীভূত হলে পানি ছেঁকে নেওয়া হয়।
• অনেকেই দাড়ি কাটার পর এন্টিসেপটিক হিসেবে ফিটকিরি ব্যবহার করেন।
• এটি আফটার শেভ লোশান হিসেবে কাজ করে।
• ফিটকিরি রক্তক্ষরণও বন্ধ করতে সক্ষম।

0
Updated: 3 weeks ago
রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
Created: 1 month ago
A
অক্সিজেন পরিবহন করা
B
রোগ প্রতিরোধ করা
C
রক্ত জমাট বাধতে সাহায্য করা
D
উপরে উল্লিখিত সব কয়টিই
হিমোগ্লোবিনের কাজ
-
রক্তের হিমোগ্লোবিন প্রধানত শরীরে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে।
-
এটি ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে শরীরের প্রত্যেকটি কোষে পৌঁছে দেয়, যাতে কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
-
হিমোগ্লোবিন কার্বন ডাই-অক্সাইডও বের করতে সাহায্য করে, যা কোষের বর্জ্য হিসেবে তৈরি হয়।
-
এছাড়া, হিমোগ্লোবিন রক্তকে লাল রঙ প্রদান করে।

0
Updated: 1 day ago