A
৪ টি
B
৬ টি
C
৫ টি
D
৮ টি
উত্তরের বিবরণ
সুষম খাদ্য:
- মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
- সুষম খাদ্যের উপাদান ৬টি।
- সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত = ৪ : ১ : ১ ।
• সুষম খাদ্যের উপাদান:
১. শর্করা,
২. আমিষ,
৩. ভিটামিন,
৪. খনিজ লবণ,
৫. চর্বি এবং
৬. পানি।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 week ago
নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
Created: 1 week ago
A
পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
B
প্রোটন ধনাত্মক আধানযুক্ত
C
ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
D
ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
মৌলিক কণিকা
পরমাণু যেসব অত্যন্ত সূক্ষ্ম কণিকা দিয়ে গঠিত, সেগুলোকে মৌলিক কণিকা বলা হয়। প্রতিটি পরমাণুর মধ্যে তিন ধরনের মৌলিক কণিকা থাকে, যেমন:
-
ইলেকট্রন (Electron)
-
প্রোটন (Proton)
-
নিউট্রন (Neutron)
পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস (Nucleus), যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
ইলেকট্রন
-
ইলেকট্রন হলো পরমাণুর সবচেয়ে ক্ষুদ্র কণিকা।
-
এটি সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান।
-
একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় প্রায় ১/১৮৪০ অংশ।
-
ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জ যুক্ত কণা।
-
এটি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে চলাচল করে।
প্রোটন
-
প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ কণা।
-
এটি নিউক্লিয়াসে অবস্থান করে।
-
হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক চার্জযুক্ত কণা পাওয়া যায়, তাকেই প্রোটন বলা হয়।
-
প্রোটনের ভর প্রায় হাইড্রোজেন পরমাণুর সমান।
-
এটি একটি ধনাত্মক চার্জ যুক্ত কণা।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
Created: 1 week ago
A
নদী
B
সাগর
C
হ্রদ
D
বৃষ্টিপাত
মৃদু পানির প্রধান উৎস
মৃদু বা মিষ্টি পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি। অন্যদিকে, সাগরের পানি লবণযুক্ত হওয়ায় এটি মৃদু পানির উৎস নয়। নদী, খাল, বিল ইত্যাদির পানি যদিও মৃদু, তবুও এগুলো মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
Created: 2 days ago
A
দশ ভাগের একভাগ
B
ছয় ভাগের একভাগ
C
তিন ভাগের একভাগ
D
চার ভাগের একভাগ
ওজন
-
পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে আনে। এই টান বা আকর্ষণের বলকেই বস্তুর ওজন বলা হয়।
-
পৃথিবী থেকে যত ওপরে উঠা যায়, আকর্ষণের শক্তি তত কমে যায়, ফলে ওজনও ধীরে ধীরে কমে।
-
চাঁদে পৃথিবীর তুলনায় মহাকর্ষ শক্তি অনেক কম। তাই কোনো বস্তুর ওজন চাঁদে পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
-
উদাহরণ: পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন হয় ৬০ নিউটন, তবে একই বস্তু চাঁদে হবে মাত্র ১০ নিউটন।
উৎস: বিজ্ঞান (অষ্টম শ্রেণি)

0
Updated: 2 days ago