পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
A
নিউট্রন ও প্রোটন
B
ইলেকট্রন ও প্রোটন
C
নিউট্রন ও পজিট্রন
D
ইলেকট্রন ও পজিট্রন
উত্তরের বিবরণ
মৌলিক কণিকা (Elementary Particles)
-
পরমাণু তৈরি হয় সূক্ষ্ম কণিকাগুলো দিয়ে। এই কণিকাগুলোকে মৌলিক কণিকা বলা হয়।
-
পরমাণুর মধ্যে প্রধানত তিন ধরনের মৌলিক কণিকা থাকে:
১. ইলেকট্রন (Electron)
২. প্রোটন (Proton)
৩. নিউট্রন (Neutron) -
পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস (Nucleus)।
-
নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
-
ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে।
-
একটি পরমাণু আধান নিরপেক্ষ (Electrically Neutral), কারণ এতে প্রোটনের সংখ্যা = ইলেকট্রনের সংখ্যা।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রােধ কত?
Created: 1 month ago
A
শূন্য
B
অসীম
C
অতিক্ষুদ্র
D
যে কোনাে মান
একটি আদর্শ কারেন্ট সোর্স সবসময় নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সরবরাহ করে, যা লোড বা ভোল্টেজ পরিবর্তনের কারণে প্রভাবিত হয় না। এ কারণে এর অভ্যন্তরীণ রোধকে অসীম ধরা হয়, যাতে ভোল্টেজ পরিবর্তন হলেও কারেন্ট স্থির থাকে।
-
অভ্যন্তরীণ রোধ অসীম হলে ভোল্টেজ পরিবর্তন হলেও কারেন্ট অপরিবর্তিত থাকে।
-
যদি রোধ শূন্য হতো, তবে ওহমের সূত্র V = IR অনুযায়ী সামান্য ভোল্টেজ পরিবর্তনেই অসীম বা অত্যধিক কারেন্ট প্রবাহিত হতো, যা বাস্তবে সম্ভব নয়।
-
একটি আদর্শ কারেন্ট সোর্স সব লোড অবস্থায় নির্দিষ্ট কারেন্ট সরবরাহ করতে সক্ষম হয় শুধুমাত্র এর অভ্যন্তরীণ রোধ অসীম হওয়ার কারণে।

0
Updated: 1 month ago
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Created: 2 months ago
A
অগ্ন্যাশয় হতে
B
প্যানক্রিয়াস হতে
C
লিভার হতে
D
পিটুইটারী গ্ল্যান্ড হতে
প্যানক্রিয়াস এর বাংলা নাম অগ্ন্যাশয়। তাই যখন প্রশ্নে অপশনে ক) ও খ) দুটো উত্তর ছিল, তখন সেটা বাতিল করা হয়েছে।
ইনসুলিন:
-
ইনসুলিন হলো একটি হরমোন।
-
এটা অগ্ন্যাশয়ের মধ্যে থাকা Islets of Langerhans নামের বিটা কোষ থেকে তৈরি হয়।
-
ইনসুলিন রক্তে থাকা গ্লুকোজ (চিনি) দেহের কোষের ভিতরে ঢোকার সাহায্য করে।
-
এর ফলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে গিয়ে স্বাভাবিক থাকে।
-
যদি কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ঠিকমত তৈরি না হয় বা কম হয়, অথবা ইনসুলিন কাজ না করে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এই অবস্থাকেই ডায়াবেটিস বা মধুমেহ রোগ বলা হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Created: 1 month ago
A
অগ্ন্যাশয় হতে
B
প্যানক্রিয়াস হতে
C
লিভার হতে
D
পিটুইটারী গ্লান্ড হতে
প্যানক্রিয়াস এর বাংলা অর্থ অগ্ন্যাশয়। তাই অপশনে ক) অগ্ন্যাশয় ও খ) প্যানক্রিয়াস দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago