ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
A
১৫০°
B
৬০°
C
৯০°
D
১২০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= |- ৪৮০ /২ |
= |- ২৪০ |
= ২৪০°
∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২৪০°
= ১২০°

0
Updated: 1 month ago
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
Created: 1 month ago
A
QRPNF
B
NRMND
C
ORNMG
D
NRMNC
প্রশ্ন:
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as –
শব্দ LOYAL কে কোড করা হয়েছে এভাবে –
-
L → J (২ ধাপ পেছনে গেছে)
-
O → O (অপরিবর্তিত)
-
Y → W (২ ধাপ পেছনে)
-
A → A (অপরিবর্তিত)
-
L → J (২ ধাপ পেছনে)
অর্থাৎ এখানে নিয়ম হলো:
👉 প্রথম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 দ্বিতীয় অক্ষর অপরিবর্তিত
👉 তৃতীয় অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 চতুর্থ অক্ষর অপরিবর্তিত
👉 পঞ্চম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
এখন একই নিয়ম PRONE শব্দে প্রয়োগ করি –
-
P → N (২ ধাপ পেছনে)
-
R → R (অপরিবর্তিত)
-
O → M (২ ধাপ পেছনে)
-
N → N (অপরিবর্তিত)
-
E → C (২ ধাপ পেছনে)
সুতরাং, PRONE এর কোড হবে NRMNC
চূড়ান্ত উত্তর:
PRONE → NRMNC ✅

0
Updated: 1 month ago
সঠিক বানান কোনটি?
Created: 1 month ago
A
Indwelling
B
Indwling
C
Indweling
D
Indeulling
প্রশ্ন: Indwelling
সমাধান:
Indwelling বানানটি সঠিক। এর অর্থ ⇒ নিবাস

0
Updated: 1 month ago
৫-এর কত শতাংশ ৭ হবে-
Created: 1 month ago
A
৪০
B
১২৫
C
৯০
D
১৪০
প্রশ্ন: ৫-এর কত শতাংশ ৭ হবে-
সমধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।
প্রশ্নানুসারে,
৫ক/১০০ = ৭
⇒ ক = (৭ × ১০০)/৫
∴ ক = ১৪০

0
Updated: 1 month ago