A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
উত্তরের বিবরণ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।

0
Updated: 1 week ago
২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
Created: 2 days ago
A
৯
B
৩৬
C
২৭
D
৬৫
প্রশ্ন: ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

সমাধান:
১ম চিত্রে,
৮১ ÷ ৯ = ৯
৫৬ ÷ ৭ = ৮
∴ ৯ - ৮ = ১
৩য় চিত্রে,
৩৬ ÷ ৯ = ৪
২৭ ÷ ৯ = ৩
∴ ৪ - ৩ = ১
২য় চিত্রে,
৩৬ ÷ ৩ = ১২
২৭ ÷ ৯ = ৩
∴ ১২ - ৩ = ৯

0
Updated: 2 days ago
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
Created: 1 week ago
A
ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
B
বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
C
পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
D
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
-ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।

0
Updated: 1 week ago
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? ২, √৯, ৪, √২৫, ?
Created: 1 week ago
A
৬
B
৮
C
৩
D
৫
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, √৯, ৪, √২৫, ?
সমাধান:
২ → ২
√৯ → ৩
৪ → ৪
√২৫ → ৫
৬ → ৬
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।

0
Updated: 1 week ago