১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
A
৭
B
৮
C
৯
D
১০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
সমাধান:
আজ ২৩ তারিখ হলে ১ দিন আগে ছিল ২৩ - ১ = ২২ তারিখ
২ দিন আগে ছিল ২৩ - ২ = ২১ তারিখ
একইভাবে, ১৭ দিন আগে ছিল ২৩ - ১৭ = ৬ তারিখ
তাহলে, ৬ তারিখ বলেছিল আগামীকাল তার জন্মদিন।
অর্থাৎ, ৬ + ১ = ৭ তারিখ তার জন্মদিন।

0
Updated: 1 week ago
১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?
Created: 5 days ago
A
৯৬১
B
৮৬১
C
৭৬১
D
৬৬১
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?
সমাধান:
১ম পদ a = ১,
সাধারণ অন্তর d= ৯ - ৫ = ৪
∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ১ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ =.৮০
বা, n - ১ = ২০
∴ n = ২১
∴ সমষ্টি (s) = (n/2){2a + (n - 1)d}
= (২১/২){২ × ১ + (২১ - ১)৪}
= (২১/২)(২ + ৮০)
= (২১/২)× ৮২
= ৮৬১

0
Updated: 5 days ago
আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
Created: 1 week ago
A
১০
B
১৫
C
০৫
D
০৩
প্রশ্ন: আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
সমাধান:
আধুলি মানে পঞ্চাশ পয়সা আর সিকি মানে পঁচিশ পয়সা।
৫টা আধুলি = ৫ × ৫০
= ২৫০ পয়সা
৮ টা সিকি = ৮ × ২৫
= ২০০ পয়সা
৫ টাকা = ৫ × ১০০ = ৫০০ পয়সা
বাকী থাকে ৫০০ -(২৫০ + ২০০) পয়সা
= ৫০ পয়সা
∴ ১০ পয়সা লাগবে ৫ টি

0
Updated: 1 week ago
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
Created: 1 week ago
A
ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
B
বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
C
পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
D
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
-ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।

0
Updated: 1 week ago