A
Adverbial clause
B
Adjective clause
C
None of these
D
Noun clause
উত্তরের বিবরণ
Sentence:
Finish your homework while the sun is still up.
-
Underlined clause: while the sun is still up → Adverbial Clause
Explanation:
-
Adverbial Clause = Subordinate clause যা verb বা বাক্যের অন্য অংশ modify করে।
-
এখানে while the sun is still up বলে কখন কাজটি করা উচিত (time)।
-
Adverbial Clauses সাধারণত প্রকাশ করে: time, place, cause, effect, purpose, manner, condition, degree, result।
Examples:
-
He stayed calm while everyone else was panicking.
-
Please stay quiet while the teacher is speaking.
Quick Tip:
-
Adverbial Clause = clause that answers when, where, why, how, under what condition regarding the verb.

0
Updated: 1 week ago
'Strike while the iron is hot' is an example of-
Created: 11 hours ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverbial clause
D
Subordinate clause
Adverbial Clause
-
যে clause কোনো verb কবে, কোথায় বা কিভাবে সংঘটিত হচ্ছে তা জানায়, তাকে Adverbial Clause বলা হয়।
-
Adverbial clause মূলত complex sentence-এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ এটি adverb-এর কাজ করে।
-
উদাহরণ: We shall start when she comes.
এখানে when she comes হলো adverbial clause, যা verb shall start কে modify করছে। -
সুতরাং, প্রবাদবাক্য “Strike while the iron is hot” একটি adverbial clause এর উদাহরণ।
সূত্র: Murphy, R. (2019). English Grammar in Use (5th Edition). Cambridge University Press.

0
Updated: 11 hours ago
As soon as the bell rings, everyone leaves the coartroom. Here, the underlined clause is a/ an -
Created: 21 hours ago
A
Noun Clause
B
Prepositional Clause
C
Adjective Clause
D
Adverbial Clause
Sentence:
As soon as the bell rings, everyone leaves the courtroom.
উল্লিখিত অংশ, "As soon as the bell rings," হলো Adverbial Clause।
ব্যাখ্যা: এখানে এটি নির্দেশ করছে কখন everyone leaves the courtroom → অর্থাৎ এটি time/adverbial clause।
Adverbial Clause:
যে subordinate clause বাক্যে adverb-এর মতো কাজ করে এবং verb, adjective clause, বা অন্য adverbial clause কে modify করে, তাকে Adverbial Clause বলে।
Adverbial clause সাধারণত সময়, স্থান, কারণ, উদ্দেশ্য, ফলাফল, ধরন ইত্যাদি প্রকাশ করে।
Adverbial Clause of Time:
এটি মূল বাক্যের (Principal Clause) কাজ সম্পন্ন হওয়ার সময়কে নির্দেশ করে।
Conjunctions of time দিয়ে শুরু হয়, যেমন:
As soon as, Before, After, Hardly…when, No sooner…than, Since, The sooner ইত্যাদি।
বাক্যের শুরুতে যদি Conjunction বসে, তখন কমা পর্যন্ত অংশটিকে Adverbial Clause ধরা হয় এবং বাকিরা মূল বাক্য (Principal Clause) হিসেবে থাকে।
Example:
As soon as the bell rings, students leave the classroom.
(বাংলা: ঘণ্টা বাজার সাথে সাথেই শিক্ষার্থীরা ক্লাসরুম ছেড়ে চলে যায়।)
Source:
Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain

0
Updated: 21 hours ago
She started cooking when the guests arrived. The underlined part is
Created: 22 hours ago
A
Adverb clause
B
Noun claus
C
Adjective clause
D
None of these
Sentence:
She started cooking when the guests arrived.
Analysis:
Underlined part: “when the guests arrived”
এটি Adverb Clause।
Reason:
এটি verb started cooking কে modify করছে।
যেহেতু এটি কাজটি কখন ঘটেছে তা দেখাচ্ছে, এটি Adverb Clause of Time।
Adverb Clause:
যে subordinate clause বাক্যে adverb এর মত কাজ করে এবং verb, adjective, বা অন্য adverbial clause modify করে তাকে adverb clause বলে।
Adverb clause সাধারণত time, place, cause, effect, purpose, manner ইত্যাদি প্রকাশ করে।
Example:
“when the guests arrived” → time দেখাচ্ছে → Adverb Clause of Time

0
Updated: 22 hours ago