A
ওয়াশিংটন
B
প্যারিস
C
মস্কো
D
লন্ডন
উত্তরের বিবরণ
ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি জনপ্রিয় জনসমাগমের স্থান। এটি ১৮০৫ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর মধ্যে হওয়া যুদ্ধের জয়লাভকে স্মরণ করে নামকরণ করা হয়েছে। ট্রাফালগারের যুদ্ধজয়কে সম্মান জানাতে লন্ডনের এই কেন্দ্রীয় চত্ত্বরটির নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।
(উৎস: Britannica)

0
Updated: 2 months ago